বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে ভোটার ৬৫ লাখ

November 15, 2023 | 8:20 pm

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। আর এ নির্বাচন উপলক্ষে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ভোটার ৬৫ লাখ ৭৬ হাজার ৯২৫ জন।

বিজ্ঞাপন

এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৬৩ হাজার ৫৮৩ জন, নারী ভোটার ৩১ লাখ ১৩ হাজার ২৮১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬১ জন। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৫৬ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন। পাঁচ বছরের ব্যবধানে ভোটার বেড়েছে ৯ লাখ ৩৯ হাজার ৪৬০ জন।

চট্টগ্রাম আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকায় ১৬ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ২ হাজার ২২টি এবং বুথের সংখ্যা ১৩ হাজার ৭৪১টি। আর প্রতিটি ভোটকেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসারসহ চারজন দায়িত্বে থাকবেন। এর মধ্যে একজন সহকারী প্রিজাইডিং অফিসার ও বাকি দুইজন পোলিং অফিসার থাকবেন। সবচেয়ে বেশি ভোটার চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে। কম ভোটার চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে।

কোন আসনে কত ভোটার

বিজ্ঞাপন

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৩১৪ জন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ৪ লাখ ৮৯ হাজার ২২৭ জন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ২ লাখ ৫৬ হাজার ৯৮১ জন, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ৪ লাখ ৫১ হাজার ৫৭১ জন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ৫ লাখ ১০ হাজার ১৯৯ জন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ৩ লাখ ৩৮ হাজার ২০৭ জন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ৩ লাখ ১২ হাজার ৮৬৫ জন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে ৫ লাখ ৪৩ হাজার ১৪৭ জন, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে ৪ লাখ ১৭ হাজার ৯৪৭ জন, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) আসনে ৪ লাখ ৪২ হাজার ২১১ জন।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ৫ লাখ ১৬ হাজার ৯৮৩ জন, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ৩ লাখ ৫৮ হাজার ২৩৬ জন, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ৩ লাখ ৭২ হাজার ৫২১ জন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে ৩ লাখ ১৩ হাজার ৮১০ জন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ৪ লাখ ৮৮ হাজার ৭৮৭ জন এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৩ লাখ ৯৭ হাজার ৯১৯ জন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক সারাবাংলাকে বলেন, ‘তফসিল ঘোষণা হয়েছে। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরাও সব প্রস্তুতি নিয়ে রেখেছি। নির্বাচনের ব্যালট বক্স, মনোনোয়ন ফরম, জামানত ফরমসহ অন্যন্য নির্বাচনি সামগ্রী চলে এসেছে। ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। এবার ৬৫ লাখের মতো ভোটার, যা গতবারের চেয়ে ৯ লাখ বেশি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন