বিজ্ঞাপন

চট্টগ্রামে নতুন ‘ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র’ চালু

November 16, 2023 | 7:58 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে আরও বড় পরিসরে স্বতন্ত্র ‘ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র’ চালু করেছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। এখন থেকে ভারতের ভিসা প্রত্যাশীদের নগরীর পূর্ব নাসিরাবাদে সিডিএ এভিনিউ’র সিটি সেন্টারের দ্বিতীয় তলার কার্যালয়ে আবেদন জমা দিতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা নতুন ভিসা কেন্দ্র উদ্বোধন করেন। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী উপস্থিত ছিলেন।

এতদিন ধরে নগরীর খুলশীর জাকির হোসেন সড়কে ভারতের সহকারী হাই কমিশন কার্যালয়সংলগ্ন ভবনে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসার আবেদনকারীদের আরও অত্যাধুনিক ও নান্দনিক পরিবেশ দিতে নতুন কেন্দ্র চালু করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই ভিসা প্রত্যাশীদের নতুন কেন্দ্রে আবেদন জমা দিতে হচ্ছে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘নতুন ভিসা কেন্দ্র চট্টগ্রামের বাসিন্দাদের আরও উন্নত পরিবেশ দেবে। ভিসার আবেদন প্রক্রিয়াকে সহজ করবে এবং স্বাচ্ছন্দ দেবে।’

এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার বাংলাদেশ প্রধান অমিত কুমার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভারতের হাই কমিশনের পক্ষে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিচালনা করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন