বিজ্ঞাপন

অবরোধ সফল করতে যাত্রাবাড়ি-দক্ষিণখানে বিএনপির মিছিল

November 22, 2023 | 12:03 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: নেতাদের আত্মগোপন ও কারাবাসের মধ্যে বিএনপির ষষ্ঠ দফা অবেরোধ কর্মসূচির প্রথম দিন বুধবার (২২ নভেম্বর) প্রথমার্ধে রাজধানীতে তেমন কোনো মিছিল-পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। অন্য দিনগুলোতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পিকেটিংয়ে নামলেও বুধবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত তাকে কোথাও দেখা যায়নি।

বিজ্ঞাপন

তবে রাজধানীর যাত্রাবাড়িতে যুবদল এবং দক্ষিণখান এলাকায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা মিছিল করেছে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। এসব মিছিলে সংগঠন দু’টির নেতা-কর্মীরা অংশ নেন।

৪৮ ঘণ্টা অবরোধ সফল করতে সকাল সাড়ে ৮টায় রাজধানীর যাত্রাবাড়িতে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী যুবদলের নেতা-কর্মীরা। মিছিলটি যাত্রাবাড়ির বিভিন্ন সড়ক ঘুরে শেষে পুলিশ আসার আগেই যে যার নিরাপদ গন্তব্যে পৌঁছে যায়।

মিছিলে অংশ নেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিল্লাল হোসেন তারেক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা আজম চৌধুরী নাহিদসহ অনেকে। মিছিল থেকে নেতা-কর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে স্লোগান দেন।

বিজ্ঞাপন

সকাল ৮টার দিকে দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মো. মোতালেব হোসেন রতনের নেতৃত্বে মিছিল হয়। মিছিলে অন্যদের মধ্যে অংশ নেন দক্ষিণখান থানা বিএনপির যুগ্ন-আহ্বায়ক কামরুল হাসান আকরাম, ৪৭ নং ওয়ার্ডের সভাপতি আল-আমিন সরকার, ৪৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নূরুল আক্তার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ অনেকে।

বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, বাম গণতান্ত্রিক ঐক্য, এবি পার্টিসহ বেশ কয়েকটি দল অবরোধ কর্মসূচি পৃথকভাবে পালন করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন