বিজ্ঞাপন

পাসের হার, জিপিএ-৫— দুটোই কমেছে এইচএসসিতে

November 26, 2023 | 2:21 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা হয়ে গেছে। ফল বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছরের তুলনায় পাসের হার কমেছে এ বছর। একইসঙ্গে কমেছে জিপিই-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।

বিজ্ঞাপন

রোববার (২৬ নভেম্বর) সকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পরে সকাল ১১টায় ওয়েবসাইট ও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী অংশ নেয়। ঘোষিত ফলে দেখা গেছে, সব বোর্ড মিলিয়ে গড় পাসের হার এসেছে ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

আরও পড়ুন- পাসের হারে শীর্ষে বরিশাল, সবচেয়ে কম যশোর বোর্ডে

বিজ্ঞাপন

এর আগে ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। সে হিসাবে গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ৭ দশমিক ৩১ শতাংশ।

এদিকে এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯২ হাজার ৩৬৫ জন। গত বছর এ সংখ্যা ছিল এক লাখ ৭৬ হাজার ২৮২ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৩ হাজার ৯১৭ জন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/টিআর

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন