বিজ্ঞাপন

কুড়িল-বনানী-বনশ্রীতে বিএনপির মশাল মিছিল

December 6, 2023 | 12:28 am

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তি ও সরকারের পদত্যাগের একদফা দাবিতে বুধবার (৬ ডিসেম্বর) ভোর থেকে শুরু হতে যাওয়া ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে রাজধানীর কুড়িল বিশ্বরোড, বনানী ও বনশ্রী এলাকায় মশাল মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা।

বিজ্ঞাপন

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার মশাল মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে অংশ নেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, নির্বাহী কমিটির সদস্য আমিনুল, আকরামুল হাসান, ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম সামসুল হক, ছাত্রদলের সাবেক সহ সভাপতি ওমর ফারুক কাওসার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি জসিম সিকদার রানা, ছাত্রদলের সহ সভাপতি মাহবুব মিয়া, মারুফ এলাহি রনি, শ্যামল মালুম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ, ঢাকা উত্তরের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আল হামিদ নিরব, ঢাবির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহামেদ, বে.বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান হৃদয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, মারুফ আহমেদ, সমাজ সেবা সম্পাদক রবিন মিয়া শাওন, সহ সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান দুর্জয়, ইমন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী প্রমুখ।

বনানীর মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপির নির্বাহী সদস্য রওনকুল ইসলাম শ্রাবণ। মিছিলটি বনানীর কাকলী থেকে শুরু হয়ে মহাখালী দিকে এগুতে থাকলে পুলিশ পেছন থেকে ধাওয়া দেয়। ফলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

মিছিলে অন্যদের মধ্যে অংশ নেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কামরুজ্জামান আসাদ, মো. মুতাছিম বিল্লাহ, মো. ঝলক মিয়া, মো. সুরুজ মণ্ডল, যোবারের আল মাহমুদ রিজভী, মো. মহিউদ্দীন, নাজমুল হক হাবিব, মেহেরাব আহমেদ মাহবুব মাহি, আলী হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক জহির রায়হান আহমেদ, মশিউর রহমান মামুন, লিটন এ আর খান, আরিফুল ইসলাম আরিফ, মাহমুদুল হাসান আল মারজান, আশিক আহমেদ, রাকিবুল হাসান পলাশ অয়ন, খোরশেদ আলম লোকমান, সোহরাব হোসেন সুজন, এমএম মারুফুল ইসলাম, রাকিবুল ইসলাম রোকন, মৃধা মো. মাসুদ রানা, মো. হাসান, সহ-সাধারণ সম্পাদক মো. মিনহাজুল আবেদীন নান্নু, আব্দুল্লাহ আল মামুন কাওসার, কবির হোসেন ফকির, ফজলুল হক নিরব, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ পারভেজ, শামীম খান, সৈয়দ ফয়সাল হোসেন, ইব্রাহীম খলিল বিপ্লব, মাহফুজুর রহমান, আব্দুল্লাহ আল মনসুর কমেট, গোলাম মোস্তফা প্রমুখ।

বিজ্ঞাপন

বনশ্রীর মশাল মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপন। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও স্যার এফ রহমান হল ছাত্রদলের সভাপতি মাসুম বিল্লাহ, মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন বাপ্পি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আরিফুল ইসলাম প্রান্ত, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন তুহিন, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ হলের সাংগঠনিক সম্পাদক আল-আমিন পলাশ, খিলগাঁও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শোভন শোয়াইব খান প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন