বিজ্ঞাপন

উন্নয়নের কারণেই মানুষ ফের নৌকায় ভোট দেবে: গোলাম দস্তগীর গাজী

December 31, 2023 | 2:28 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

রূপগঞ্জ থেকে: নারায়ণগঞ্জ-১ আসনের পুরোটাই রূপগঞ্জ ঘিরে। এই আসনের ৯ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। মন্ত্রীর বিশ্বাস, এবারও রূপগঞ্জের মানুষ ভোট দিয়ে আবারও তাকে নির্বাচিত করবেন।

বিজ্ঞাপন

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘আমি সব সময় রূপগঞ্জের মানুষের কল্যাণের তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির চিন্তা করেছি।’

রোববার (৩১ ডিসেম্বর) রূপগঞ্জের বিভিন্ন এলাকায় জনসংযোগ করতে গিয়ে এসব কথা বলেন তিনি। গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী এবং তিন বারের নির্বাচিত সংসদ সদস্য।

চতুর্থবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন তিনি। তার বিপরীতে সোনালী আঁশ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে আছেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ও স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া। ফলে এবার ত্রিমুখী লড়াইয়ের আভাস দিচ্ছে রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জ-১ আসনে ভোটের মাঠ।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের দুই প্রার্থীকে ছাপিয়ে আলোচনায় আছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার। তবে ভোটের মাঠে দৌড়ে সরব গোলাম দস্তগীর গাজী। মাঠ তার অনুকূলে থাকার পরও ব্যাপক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি।

রোববার (৩১ ডিসেম্বর) উপজেলার ভুলতা, গাউসিয়া এলাকায় জনসংযোগ করেন। শুরুতেই ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসুস্থ আমির হোসেনকে দেখতে যান মন্ত্রী। সেখানে তার চিকিৎসার খোঁজখবর নেন। এরপর বাইল্যা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসুস্থ বাবুল ভুঁইয়ার সঙ্গে দেখা করেন।

বিজ্ঞাপন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন নিয়ে কথা বলেন, ‘গোলাম দস্তগীর গাজী। নির্বাচনে ভোট পাওয়ার ক্ষেত্রে ৯০ থেকে ৯৫ ভাগ মানুষ ভোট নৌকায় দেবে বলে প্রত্যাশা করেন।’

৯ জন প্রার্থী এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে জয়ের প্রত্যাশা কতটুকু, আর কেনই বা মানুষ নৌকায় ভোট দেবে? জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ এলাকার অনেক উন্নয়ন করেছে। উন্নয়নের কারণেই মানুষের অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী সারাদেশে যে উন্নয়ন করেছেন তার ছোঁয়া লেগেছে রূপগঞ্জেও। সেজন্যই রূপগঞ্জের মানুষ আবারো নৌকায় ভোট দেবে।’

জয়ের বিষয়ে নৌকা শতভাগ নিশ্চিত উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী ৪ জানুয়ারি নারায়ণগঞ্জ সফরে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মিটিং করবেন, আশা করছি তিনি এখানেই নৌকার জন্য বলবেন।’

তৃণমূল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে চাঁদা তোলার অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তৃণমূল বিএনপি নির্বাচন করছে, তাদের স্বাগত জানাই। তাদের মধ্যে বিরোধ থাকতে পারে, তবে আমাদের এলাকার মধ্যে কোনো বিরোধ নেই। আমরা চাই না বিরোধ তৈরি হোক বরং আমরা চাই তারা নির্বাচন করুক। এতে নৌকায় কোনো প্রভাব পড়বে বলেও মনে করি না।’

বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘আমাদের ক্যাম্প ভাঙচুর করা হয়েছে, সেটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। তারা যথাযথ ব্যবস্থা নেবে।’

এখনও কেউ গ্রেফতার হয়নি এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘হয়তো পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না। যখন পাবে তখন গ্রেফতার হবে।’

আপনার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে এ বিষয়ে কি বলবেন, এমন প্রশ্নের জবাবে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘রাজনীতিতে এসব থাকে। এগুলো নিয়ে বসে থাকলে নির্বাচন করা সম্ভব না।’

এরপর তিনি ভুলতা, গাউসিয়ার প্রতিটি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন। তাদের সমস্যার কথা শোনেন। সমাধানের প্রতিশ্রুতি দেন। এসময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দা দিনমজুর মহসিন মিয়া বলেন, ‘এমন একসময় ছিলো সামান্য বৃষ্টিতেই সড়কে পানি উঠে যেতো। চারদিক থেকে ভেসে আসা ময়লা, আবর্জনা সেই পানিতে মিশে ঘরের দরজায় চলে আসতো। গত ২ বছর ধরে এই পরিস্থিতি নেই। রাস্তা পাকা হয়েছে, পানি ওঠে না।’

তার কথায় সায় দিয়ে স্কুল শিক্ষক মজিবুর রহমানও বলেছেন, ‘রূপগঞ্জে যত উন্নয়ন হয়েছে তার মধ্যে অবকাঠামো অন্যতম।’

সারাবাংলা/জেআর/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন