বিজ্ঞাপন

ভারতকে টপকে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া

January 6, 2024 | 8:31 am

স্পোর্টস ডেস্ক

২০২৩ সালের সাফল্যের ধারা নতুন বছরেও বজায় রেখেছে অস্ট্রেলিয়া। আগের বছরজুড়ে টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এবার টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ফিরে পেলেন প্যাট কামিন্সরা। আইসিসির নতুন রেটিংয়ে ভারতকে টপকে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

গত বছরের সেপ্টেম্বরে ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে তিন ফরম্যাটেই শীর্ষে ওঠার রেকর্ড গড়েছিল ভারত। ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে এতদিন টেস্টের শীর্ষে ছিল রোহিতের ভারত। সমান রেন্টিং পয়েন্ট নিয়েও দ্বিতীয় স্থানে ছিল অস্ট্রেলিয়া। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ ড্রয়ের পর ভারতের একটি রেটিং পয়েন্ট কমেছে। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ২-০তে এগিয়ে থাকায় অস্ট্রেলিয়ার পয়েন্ট আগের অবস্থানেই আছে। আর এতেই ভারতকে টপকে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে ফিরেছেন কামিন্সরা।

টেস্টে শীর্ষস্থান হারালেও ওয়ানডেতে শীর্ষেই আছে ভারত। ১২১ রেটিং পয়েন্টে শীর্ষে আছে ভারত। ১১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও শীর্ষে আছে ভারত, তাদের রেটিং ২৬৫। ২৫৬ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড।

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন