বিজ্ঞাপন

মাত্র শুরু, আশা করি ভোটার উপস্থিতি আরও বাড়বে: সিইসি

January 7, 2024 | 12:08 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘ভোট মাত্র শুরু হয়েছে। আশা করি ভোটার উপস্থিতি আরও বাড়বে। আমি একেবারে সকাল সাড়ে ৮টায় কেন্দ্রে গিয়েছিলাম। প্রত্যেকটা সেন্টারে আমি খবর নিয়েছি ভোট হয়েছে, অল্প অল্প, কোথাও ২৫টি কোথাও ৪১টি ভোট পড়েছে।’

বিজ্ঞাপন

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনে (ইসি) ভবনের চতুর্থ তলায় সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল। এর আগে, সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন তিনি।

সিইসি বলেন, ‘একটা জিনিস যেটা আমি বলতে চেয়ছিলাম, ভোট কেন্দ্রগুলোতে পোলিং এজেন্ট নিয়ে। মনে হচ্ছে, প্রতিপক্ষ-প্রতিদ্বন্দ্বী যারা অনেকের বোধ হয়, সেই সামর্থ্য নাই। আমি যা আশা করেছিলাম, আমরা খুব জোর দিয়ে বলেছিলাম, প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হতে হলে অবশ্যই প্রত্যেকটা কেন্দ্রে পোলিং এজেন্ট থাকতে হবে। আমি যেগুলো (পোলিং এজেন্ট) পেয়েছি সব একই দলের, নৌকার পক্ষে একজন পোলিং এজেন্ট পেয়েছি। বাদ বাকি প্রার্থী বা তাদের কোন লোকজন দেখতে পাইনি।’

আজ সারা দেশে হরতাল চলছে, দু’দিন আগে আমরা একটা নাশকতাও দেখলাম। এতে ভোটারের উপস্থিতিতে কোন প্রভাব পড়েছে কিনা জানতে চাইলে সিইসি বলেন, ‘এটা আমি ঠিক করে বলতে পারবো না, ভোটারদের ওপর প্রভাব পড়বে কি, পড়বে না? আমরা কেবল ভোটটা ম্যানেজ করছি। আর ভোটারদের কিভাবে এগিয়ে আসতে হবে, রিপ্লেস হবে। এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না।’

বিজ্ঞাপন

তার মানে কি আমরা এটাকে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন বলবো, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘জিনিসটা হচ্ছে মানুষ ভোট দিবে, কিন্তু আমরা চেয়েছিলাম পোলিং এজেন্টও থাকুক। যদি কোনরকম অনিয়ম হয় তাহলে যেন প্রতিপক্ষেরর আরেকজন পোলিং এজেন্ট সেটা প্রতিরোধ করতে পারে।’

আরও পড়ুন:
ভোটার ভোট দিতে আসবে কি না এটা আমার কাজ না: সিইসি

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন