বিজ্ঞাপন

ভোটার ভোট দিতে আসবে কি না এটা আমার কাজ না: সিইসি

January 7, 2024 | 10:48 am

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে আসবে কি আসবে না সেটা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজ না বলে মন্তব্য করেছেন কাজী হাবিবুল আউয়াল। ভোট আয়োজন করাই তার কাজ বলে জানান সিইসি।

বিজ্ঞাপন

রোববার (৭ জানুয়ারি) রাজধানীর শান্তিনগরের হাবীবুল্লাহ বাহার কলেজে সকাল ৮টা ৪০ মিনিটে নিজের ভোটদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নিজের ভোটদান শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমি এইমাত্র আমার ভোটপ্রদান করেছি। আজকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভালো লাগছে যে ভোটগ্রহণ শুরু হয়েছে।’

পাঁচ বছর পর পর জাতীয় সংসদের ভোট হয় জানিয়ে তিনি বলেন, ‘সবার সমন্নিত প্রচেষ্টায় সহযোগিতায় ভোট সম্পন্ন করা হয়। আপনারা (সাংবাদিকরা) সহযোগিরা করে থাকেন। আমি কেবল আপনাদের অনুরোধ করবো দৃশ্যমান স্বচ্ছতা যতটা তুলে ধরা যায়। গণমাধ্যমকর্মীরা স্বচ্ছতা তুলে ধরলে ভোট নিয়ে যদি মানুষের মধ্যে কোনো অনাস্থা থাকে সেই অনাস্থা কেটে যায়।’

বিজ্ঞাপন

ভোটার উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ভোটারের উপস্থিতি কম কি বেশি সেগুলো আমি কিছুই জানি না। আমি এসে আমার ভোট দিয়ে গেছি এতটুকু জানি।’

সহিংসতার কারণে ভোটার উপস্থিতি কম কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি না? আমার কাজ হচ্ছে ভোট আয়োজন করা। কে ভোট দিতে আসবেন কি আসবেন না। সহিংসতার বিষয়টা আইনশৃঙ্খলা বাহিনী দেখবেন।’

ভোটের প্রতি আস্থা ফিরবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা এই মূহুর্তে মন্তব্য করবো না।’ আপনি সন্তুষ্ট কি না এমন প্রশ্নের জবাবে সিইসি কোনো উত্তর দেননি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন