বিজ্ঞাপন

খুলনার ৬ আসনেই নৌকা জয়ী

January 8, 2024 | 1:59 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

খুলনা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জেলার বেশির ভাগ আসনেই স্বতন্ত্র বা অন্য দলের প্রার্থীরা কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি।

বিজ্ঞাপন

রোববার (৭ জানুয়ারি) রাতে খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এ তথ্য জানিয়েছে। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট হয় জেলার ছয় আসনে। কোনো আসনেই তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে ১১০টি কেন্দ্রে আওয়ামী লীগের ননী গোপাল মন্ডল এক লাখ ৪২ হাজার ৫১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত রায় পেয়েছেন পাঁচ হাজার ২৬২ ভোট।

খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে ১৫৭টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল ৯৯ হাজার ৮৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. গাউছুল আজম লাঙ্গল প্রতীকে পেয়েছেন তিন হাজার ৮৪১ ভোট।

বিজ্ঞাপন

খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেন। ১১৬টি কেন্দ্রের সবকটির ফলাফলে তিনি পেয়েছেন ৯০ হাজার ৯৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুল্লাহ আল-মামুন লাঙ্গল প্রতীকে পেয়েছেন চার হাজার ৮৭৩ ভোট।

খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনে ১৩৩টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী ৮৬ হাজার ১৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্ত্তজা রশিদী দারা কেটলি প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৮৯৩ ভোট।

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে ১৩৫টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ নৌকা প্রতীকে এক লাখ ১৩ হাজার ৪৮০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী শেখ আকরাম হোসেন পেয়েছেন ৯৩ হাজার ১৫০ ভোট।

বিজ্ঞাপন

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে ১৪২ কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী মো. রশীদুজ্জামান মোড়ল নৌকা প্রতীকে এক লাখ তিন হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জি এম মাহাবুবুল আলম ঈগল প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ২৬১ ভোট।

সারাবাংলা/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন