বিজ্ঞাপন

অবৈধভাবে ধান-চাল মজুদের অপরাধে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

January 17, 2024 | 11:54 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নওগাঁ: অবৈধভাবে ধান-চাল মজুর রাখার অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও একটি গুদাম সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় অভিযান চালিয়ে ওই পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করে প্রশাসন। রাতে এসব তথ্য জানান জেলা প্রশাসক মো. গোলাম মওলা।

অভিযুক্ত প্রতিষ্ঠাগুলোর মধ্যে মহাদেবপুর উপজেলার হাটচকগৗরী এলাকার মেসার্স তাসিলমা চাউল মালিককে ৫০ হাজার টাকা, বাগাচাড়া এলাকার মেসার্স থ্রিস্টার মিল মালিককে ২০ হাজার টাকা, নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের রাউতারা বাজারের বাবু সোনারকে ১ লাখ টাকা, বক্কর সোনার নামে একটি প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা ও নেহা ট্রেডার্স নামে আরও এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান সোহাগ বিকেলে উপজেলার ওই দুই প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় সিলিং বহির্ভুত মজুদ, ক্রয়-বিক্রয়ের রশিদ না থাকায় ও মজুদ চালের হিসাব সংরক্ষণ না রাখায় দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেন।

বিজ্ঞাপন

অপরদিকে, নিয়ামতপুর উপজেলা নিবাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মোরশেদ তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় ধারণ ক্ষমতার বেশি ও অবৈধভাবে ধান মজুদের অপরাধে তিন প্রষ্ঠিানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বাবু সোনার নামে একটি ধানের গোডাউন সিলগালা করে দেওয়া হয়।

সারাবাংলা/পিটিএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন