বিজ্ঞাপন

সেই তামিমই বিপিএল সেরা

March 2, 2024 | 12:03 am

স্পোর্টস করেসপন্ডেন্ট

নানান বিতর্কে শেষ মুহূর্তে গিয়ে গত ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পরেছিলেন তামিম ইকবাল। অথচ বিশ্বকাপের কয়েক মাস আগেও ওয়ানডে দলের অধিনায়ক ছিলেন তিনি। সেই বিশ্বকাপ থেকে বিপিএলের আগ পর্যন্ত সময়ে ক্রিকেট খেলেননি তামিম। মাঝে অবসরও নিয়ে ফেলেছিলেন বলে তামিমকে আরও মাঠে দেখা যাবে কিনা সেই শঙ্কাও ছিল। সেই তামিমের হাতেই উঠল দশম বিপিএলের টুর্নামেন্ট সেরার পুরস্কার!

বিজ্ঞাপন

বিশ্বকাপের সময় তামিমের ফিটনেস নিয়ে নানান কথা উঠেছে। সেসব দূরে ঠেলে এবারের বিপিএলে শুরু থেকেই ব্যাট হাতে নিয়মিত রান করেছেন তিনি। টুর্নামেন্ট শেষে তামিমের রানই টুর্নামেন্টে সবচেয়ে বেশি। ১৫ ইনিংস ব্যাটিং করে ৪৯২।

এবারের বিপিএলে অধিনায়কত্বেও প্রতিনিয়ত নজর কেড়েছেন তামিম। মাঠে শক্ত উপস্থিতি, দুর্দান্ত বোলিং পরিবর্তন সিদ্ধান্ত, ফিল্ডিং সেটের পাশাপাশি ড্রেসিংরুমেও সুন্দর পরিবেশ তৈরি করেছিলেন তামিম। আজ ফাইনাল শেষে তামিম বলছিলেন, ড্রেসিংরুমের সেই সুন্দর পরিবেশটাই বরিশালকে শিরোপা জেতাতে সহায়তা করেছে।

এতোকিছুর পর অনুমিতভাবেই টুর্নামেন্ট সেরার পুরস্কার প্রাপ্য ছিল তামিমের, হলোও তাই। দশম বিপিএলে এসে প্রথমবার টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতলেন তামিম। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের ট্রফিও উঠেছে তামিমের হাতে।

বিজ্ঞাপন

সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ৫ লাখ টাকা আর টুর্নামেন্ট সেরার পুরস্কার হিসেবে ১০ লাখ টাকা পুরস্কার পেয়েছেন তামিম।

সারাবাংলা/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন