বিজ্ঞাপন

ঢামেক হাসপাতাল থেকে ৬৫ দালাল আটক, ৫৮ জনকে সাজা

March 4, 2024 | 5:05 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অভিযান চালিয়ে অন্তত ৬৫ জন দালালকে আটক করেছে র‌্যাব-৩। আটকদের মধ্যে ৫৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

সোমবার (৪ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে এ সব দালালকে আটক করা হয়।

র‌্যাব- ৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ প্রেস ব্রিফিংয়ে জানান, বেশ কিছুদিন ধরে ঢাকা মেডিকেলে রোগীদের জিম্মি করে  সিন্ডিকেট গড়ে উঠেছে। স্বাস্থ্যমন্ত্রী ও হাসপাতালের মহাপরিচালক এদের ধরতে নির্দেশ দিয়েছেন। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) আমাদের তথ্য দিয়ে সহায়তা করেছে। এ পর্যন্ত ৬০ থেকে ৬৫ জন দালাল ধরতে সক্ষম হয়েছি। এদের মধ্যে ৫৮ জনকে সর্বোচ্চ ১৫ থেকে সর্বনিম্ন এক মাস করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এরা বিভিন্ন ওয়ার্ডে, জরুরি বিভাগ, বহির্বিভাগে, ব্লাড ব্যাংকে রোগীদের জিম্মি করে চাপ সৃষ্টি করে আসছিল।

তিনি আরও বলেন, ‘আমরা বেশ কিছুদিন গোয়েন্দা নজরদারি চালিয়েছিলাম। গোয়েন্দা নজরদারির ভিত্তিতেই উপযুক্ত প্রমাণ সাপেক্ষে এ সমস্ত দালাল চিহ্নিত করেছি। আজকে আমরা অল্প সংখ্যক দালাল ধরেছি। এ সংখ্যাটা আরও বেশি হবে। এদের যে একটি চক্র রয়েছে। তা বিশাল একটি সিন্ডিকেট দ্বীর্ঘদিন ধরে রোগীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে এ সব অপকর্ম করে বেড়াচ্ছে।’

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরিফ মহিউদ্দিন বলেন, ‘দালালের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স হয়েছে। যার নামই আসুক না কেন প্রমাণের ভিত্তিতে আইনুযায়ী কাজ করা হবে। ঢাকা মেডিকেলকে দালালমুক্ত করা হবে। এটিই আজকের অপারেশনের উদ্যোগ। একদিনের অভিযানে যে দালালমুক্ত হবে তা না। অভিযান চলমান রাখতে হবে।’

সারাবাংলা/এসএসআর/একে

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন