বিজ্ঞাপন

সেন্টমার্টিন রক্ষায় নৌবাহিনীর পরিচ্ছন্নতা অভিযান

April 20, 2024 | 6:26 pm

সারাবাংলা ডেস্ক

চট্টগ্রাম ব্যুরো: জীববৈচিত্র্য রক্ষায় সেন্টমার্টিন দ্বীপে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’।

বিজ্ঞাপন

শনিবার (১৯ এপ্রিল) দ্বীপজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাহাজ সমুদ্র জয়ে মোতায়েন থাকা নৌবাহিনীর সদস্যরা বিভিন্ন দলে ভাগ হয়ে সেন্টমার্টিনের উত্তর-পূর্ব সৈকত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে। দিনব্যাপী অভিযানে প্রায় ৩০০ কেজি বর্জ্য সংগ্রহ করেন তারা।

এসময় সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে যাওয়া পর্যটক এবং স্থানয়ী বাসিন্দাদের কাছে পরিবেশ সংরক্ষণ নিয়ে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়। সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র ও প্রাকৃতিক সৌন্দর্য্য রক্ষার আহ্বান জানানো হয় ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে।

বিজ্ঞাপন

এছাড়া দ্বীপের প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে ২৩ হাজার ৭১৭ ওষুধ বিতরণ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সারাবাংলা/আরডি/এনইউ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন