বিজ্ঞাপন

মেঘনায় ট্রলার ডুবে জেলে নিহত

May 10, 2024 | 5:23 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ভোলা: ভোলার মেঘনা নদীতে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকা তিন জেলের মধ্যে দুই জনকে জীবিত উদ্ধার হলেও মো. হারুন মাঝি নামে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত হারুন মাঝি ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালিকা নগর গ্রামের মুসা মাঝির ছেলে।

বিজ্ঞাপন

শুক্রবার (১০ মে) সকাল ৬টার দিকে ভোলা সদর উপজেলার কাঠির মাথা ও তুলাতুলি মধ্যমর্তী মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে মো. রুবেল মাঝি ও উদ্ধার হওয়া জেলে লিটন মাঝি জানান, ভোরে ৫টার দিকে হারুন মাঝি ও তার দুই ছেলে রুবেল ও জুয়েলসহ একটি ট্রলার নিয়ে মেঘনা নদীতে মাছ শিকার করতে যান। সকাল ৬টার দিকে মেঘনা নদীতে দাঁড়িয়ে থাকা একটি বার্জের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। পরে ট্রলারে থাকা রুবেল ও জুয়েল প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পরলেও তাদের বাবা হারুন মাঝি ট্রলার ডুবিতে নিখোঁজ হন।

পরে স্থানীয় জেলেরা খবর পেয়ে নিখোঁজ হারুন মাঝির সন্ধানে নদীতে খুঁজতে থাকে। প্রায় দুই ঘণ্টা পর দুর্ঘটনার কিছু দূরে নদীতে জাল পেঁচানো অবস্থায় হারুন মাঝির লাশ উদ্ধার করেন তারা।

বিজ্ঞাপন

ভোলা নৌ পুলিশের এসআই মো. ইউনুছ মুন্সি জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করছেন। বার্জটি তাদের হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন