বিজ্ঞাপন

ভিনির কাছে ম্যাচ টিকিট চেয়েছেন রোনালদিনহো: রাফিনহা

June 16, 2024 | 3:39 am

স্পোর্টস ডেস্ক

একদিন আগেই গোটা ব্রাজিল দলকে এক হাত নিয়েছেন কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। দলের পারফরম্যান্সের ক্ষুদ্ধ দিনহো এতটাই হতাশ যে তিনি কোপা আমেরিকার একটি ম্যাচও দেখবেন না বলে জানিয়েছেন। তবে তার এমন বক্তব্য হতাশা করার সঙ্গে সঙ্গে হতবাকও করেছে বর্তমান ব্রাজিল দলের তারকা খেলোয়াড় রাফিনহাকে। বার্সেলোনার এই ফরোয়ার্ড জানান, দিনহোর এমন বক্তব্য ব্রাজিল দলকেই হতবাক করেছে।

বিজ্ঞাপন

২০২১ কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা খোয়ানো। এরপর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়। সবমিলিয়ে সময়টা মোটেও ভালো কাটছে না ব্রাজিলের। ২০২৪ কোপা আমেরিকা কড়া নাড়ছে দরজায়। সেই টুর্নামেন্টে অংশগ্রহণের ঠিক আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গেও জিততে পারেনি ব্রাজিল। এসব কিছু দেখেই দলের ওপর ক্ষুদ্ধ কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো জানান এবারের কোপা আমেরিকায় দলের একটি খেলাও দেখবেন না তিনি।

ব্রাজিলের কোনো খেলাই দেখবো না: রোনালদিনহো

রোনালদিনহো বলেন, ‘আমি ব্রাজিলের কোন খেলাই দেখবো না। বর্তমান ব্রাজিল দলে সবকিছুই অনুপস্থিত। তাদের মধ্যে জেদ নেই, আবেগ নেই, ভালো খেলার ইচ্ছাও নেই।’

এমন মন্তব্যের ২৪ ঘন্টা না যেতেই রোনালদিনহোকে এক হাত নিলেন বর্তমান ব্রাজিল দলের লেফট উইঙ্গার রাফিনহা। তিনি বলেন, ‘এটা আমি একা নয়, আমাদের গ্রুপকেই অবাক করেছে। আমি বিশ্বাস করি, সে এমন কিছু বলতেই পারে না। অন্যদিকে সে সবসময় দলকে সমর্থন দিয়ে আসছিল। এটা শেষ পর্যন্ত অনেককে অবাক করলো।’

বিজ্ঞাপন

রোনালদিনহোকে নিজের আদর্শ মনে করা রাফিনহা বলেন, ‘আমি তাকে আদর্শ মনে করি। আমাদের সঙ্গে যারাই তাকে চেনে সবাই হতবাক হয়েছে। এটা আমাদের জন্য বড় ধাক্কা। অবশ্যই আমি তার সঙ্গে একমত না। আমি তিন বছর ধরে জাতীয় দলে খেলছি। সবসময় নিজের সব উজাড় করে জাতীয় দলের হয়ে খেলেছি। এখানে সবাই নিজের যোগ্যতা দিয়েই দলে সুযোগ পেয়েছে।’

রাফিনহা আরও জানিয়েছেন, কয়েকদিন আগেই ভিনিসিয়াসের কাছে ব্রাজিল ম্যাচের টিকিট চেয়েছিলেন রোনালদিনহো। বার্সেলোনার এই তারকা বলেন, ‘মার্কেটিংয়ের অংশ হোক বা না হোক তার বক্তব্যে আমরা হতাশ। সে কয়েকদিন আগেও ভিনির কাছে ম্যাচের টিকিট চেয়েছিল খেলা দেখার জন্য।’

কোপা আমেরিকা ২০২৪ এর ‘ডি’ গ্রুপে অবস্থান করছে ব্রাজিল। আগামী সোমবার কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে সেলেসাওরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন