বিজ্ঞাপন

জাতীয় পতাকা অবমাননা: বেরোবি ভিসিসহ শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ

December 17, 2020 | 10:54 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রংপুর: বিজয় দিবসে জাতীয় পতাকা বিকৃত করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ একাধিক শিক্ষক নেতার বিরুদ্ধে থানায় পৃথক দু’টি অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক এবং শাখা ছাত্রলীগের সাবেক এক নেতা রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানায় এ অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

সম্প্রতি বেরোবি শিক্ষকদের জাতীয় পতাকা অবমাননার বেশ কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে যাওয়ার পর দেশব্যাপী সমালোচনার ঝড় উঠে। জাতীয় পতাকার ডিজাইন অনুযায়ী সবুজের মধ্যে লাল বৃত্ত থাকার কথা থাকলেও তাদের পতাকার মাঝে ছিলো চারকোণা আকৃতির লাল বর্গাকার।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহামুদুল হক এবং বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমানের করা অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কিছু শিক্ষক নেতা সংবিধান লঙ্ঘন করে জাতীয় পতাকা বিকৃত করে অবমাননা করেছেন। উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর নির্দেশে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আয়োজনও দায়সারা ভাবে করছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দুই শিক্ষকের করা অভিযোগপত্রে উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, অর্থ ও হিসাব দফতরের পরিচালক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান সেলিম, বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণের নাম উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়াও এজাহারে সহকারী প্রক্টর ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাসুদুল হাসান, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. রহমতউল্লাহর নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার নেওয়ার জোর দাবি জানানো হয়।

বেরোবিতে জাতীয় পতাকা বিকৃত করে বিজয় ‘উদযাপনে’ শিক্ষকরা

এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি আরিফুল ইসলাম ৯ জনের নাম উল্লেখ করে তাজহাট থানায় অভিযোগ দায়ের করেছেন। শিক্ষকদের মধ্যে তাবিউর রহমান প্রধান, পরিমল চন্দ্র বর্মন ছাড়াও উপাচার্যের পিএস আমিনুর রহমান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক শামীম হোসাইন, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সোহাগ আলী, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক রামপ্রসাদ বর্মণ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রহমতুল্লাহ, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক কাইয়ুম।

বিজ্ঞাপন

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বলেন, ‘জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যেহেতু ফেসবুকে ছবি পোস্ট করা হয়েছে তাই বিষয়টি যাচাইবাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, বৃহস্পতিবার বিকেলে জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ জানিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিবারের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির বিরুদ্ধে অবস্থানকারী শিক্ষক-কর্মকর্তাদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন