বিজ্ঞাপন

জয় বাংলা কনসার্টকে ছড়িয়ে দেওয়ার কথা বললেন সবাই

March 8, 2019 | 4:21 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

১৯৭১ সালের ৭ মার্চ, এক ভাষণে গোটা জাতিকে জাগিয়ে দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক সেই ভাষণের স্মরণে পাঁচ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে জয় বাংলা কনসার্ট। রাজধানী শহর ঢাকায় এই কনসার্টের আবেদন ব্যাপক। এরই মধ্যে জনপ্রিয়তায় যেকোনো আয়োজনকে ছাড়িয়ে গেছে এটি। প্রতিবছর এই দিনটিতে তাই শহরের সব শ্রেণিপেশার মানুষ এসে ভিড় জমায় বনানীর আর্মি স্টেডিয়ামে। গান শোনার পাশাপাশি শোনে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণও।

বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনকে ছড়িয়ে দিতেই মূলত জয় বাংলা কনসার্টের আয়োজন করে আসছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অঙ্গ প্রতিষ্ঠান ইয়ং বাংলা। প্রতিষ্ঠানটির ট্রাস্টি ও সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, ‌‘বঙ্গবন্ধুকে মানুষের আরও কাছাকাছি নিয়ে যেতে এই আয়োজনটি বেশ দরকারি। এখানে গান শোনার পাশাপাশি জাতির জনকের বক্তব্য শুনতে পাওয়ার মধ্যে আলাদা এক ধরনের উত্তেজনা কাজ করে। মনে হয় যেন ৭ মার্চেই আবার ফিরে গেছি।’

নাহিম রাজ্জাক আরও বলেন, ‘বঙ্গবন্ধুর ওই ভাষণ মূলত এক বিপ্লবের বার্তা। এখানে অনেক রকমের আবেগ থাকে। এই ভাষণের অনুপ্রেরণা নিয়েই গোটা জাতি স্বাধীনতা লাভ করেছে। নতুন প্রজন্মের কাছে তাই ৭ মার্চের সত্যিকারের তাৎপর্য তুলে ধরা দরকার ছিল। আমরাও সেটিই করতে চেয়েছি। হয়তো কিছুটা সফলও হয়েছি।’

বিজ্ঞাপন

জয় বাংলা কনসার্ট মূলত শহরের অনুষ্ঠান। তাহলে কি মফস্বল কিংবা গ্রামের মানুষেরা এই আয়োজন থেকে বঞ্চিত থাকবে? এই প্রশ্নের জবাবে আওয়ামী লীগের কিংবদন্তী নেতা আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক বলেন, ‘মোটেও না। আমরা সবসময় দূরের শহর, মফস্বল আর গ্রামগুলোর দিকেই দৃষ্টি দিতে চাই। সেখানকার মানুষদের কাছেও বঙ্গবন্ধুর অনুপ্রেরণা পৌঁছে দিতে চাই। সামনের বছরে হয়তো অনেক জেলা শহরেও জয় বাংলা ডাকের বিভিন্ন আয়োজন ছড়িয়ে দেওয়া হবে।’

একই প্রশ্নের উত্তরে বঙ্গবন্ধু পরিবারের সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান বলেন, ‘এই আয়োজন শহরের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা আমাদের আছে। কারণ এই কনসার্টের মাধ্যম করে বঙ্গবন্ধুর সেদিনের ভাষণকে অনুভব করতে পারছে তরুণ প্রজন্ম। কিভাবে তিনি বাংলার মানুষকে স্বাধীন হতে বা আত্মমর্যাদাশীল হতে শিখিয়েছেন, সেটা সবাই বুঝতে পারছে। এখন বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে আমরা জেলা শহরগুলোতে কনসার্ট এবং বই মেলার আয়োজন করছি। কলকাতা বই মেলায়ও এখন থাকছে বঙ্গবন্ধু কর্নার।’

বৃহস্পতিবার জয় বাংলা কনসার্ট উপভোগ করতে এসেছিলেন অভিনেত্রী তারিন, কাজি আসিফ রহমান, অন্তু করিমের মতো অনেক তারকা। ইয়ং বাংলার এই আয়োজনকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাদের সবাই। সারাবাংলার সঙ্গে কথা বলার সময় এই আয়োজনকে নিয়মিত করার আর্জিও জানান এদের সবাই।

বিজ্ঞাপন

এরা ছাড়াও সঙ্গীতায়োজনটি উপভোগ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানা, তার ছেলে ও সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল। এছাড়া দর্শক সারিতে বসে গান শুনেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ বিশিষ্ট ব্যক্তিরা।

সারাবাংলা/টিএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন