বিজ্ঞাপন

তাহলে কী চাকরি হারাচ্ছেন হাথুরু?

March 14, 2019 | 7:40 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

টানা ৯টি সিরিজ হারের কারণে আগেই সব ক্ষমতা হারিয়েছিলেন বাংলাদেশের সাবেক লঙ্কান কোচ চন্দিকা হাথুরুসিংহে। তার শিষ্যরা এখন দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে। প্রোটিয়াদের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে শেষ ম্যাচটি খেলার অপেক্ষায় লঙ্কানরা। তার আগে প্রথম চারটি ম্যাচেই হেরেছে হাথুরুর দলটি। পঞ্চম ম্যাচের আগে হাথুরুকে ডেকে পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। চাকরিও হারাতে পারেন তিনি-এমন শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বোর্ডের ডাকে দক্ষিণ আফ্রিকা থেকে কলম্বোয় ফিরেছেন হাথুরু। দলকে রেখে দেশে ফেরায় গুঞ্জন ওঠে তাহলে কী হাথুরুকে ওয়ানডে বিশ্বকাপের আগেই বরখাস্ত করছে লঙ্কান বোর্ড? এমন গুঞ্জনে পরে দেশটির ক্রিকেট বোর্ড একটি বিবৃতি দিয়েছে। তারা সেখানে জানায়, ওয়ানডে বিশ্বকাপের আগে বোর্ডের কর্তাব্যক্তিদের সঙ্গে বসতেই হাথুরুকে জরুরি তলব করা হয়েছে। আলোচনার টেবিলে দলের বর্তমান পারফরম্যান্স, ওয়ানডে বিশ্বকাপে দলের স্কোয়াড কেমন হবে সেগুলো জানতে চাওয়া হবে হাথুরুর কাছে।

দলকে চলতি সিরিজের এক ম্যাচ বাকি থাকতে রেখে আসায় হাথুরুর জায়গায় কোচের দায়িত্ব পালন করবেন ফিল্ডিং কোচ স্টিভ রিক্সন। শনিবার (১৬ মার্চ) কেপটাউনে সিরিজের শেষ ম্যাচটি খেলতে নামবে শ্রীলঙ্কা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দায়িত্বে থাকবেন রিক্সন।

বিজ্ঞাপন

এদিকে, লঙ্কান বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে, চাকরি খোয়াতে যাচ্ছেন হাথুরু। বোর্ডের অনেক উর্ধ্বতন কর্তা এরই মধ্যে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। যদিও ২০২০ সালের শেষ দিকে হাথুরুর চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

বাংলাদেশ দলের হেড কোচ থাকা অবস্থায় দলের নির্বাচক ছিলেন হাথুরুসিংহে। নিজের ইচ্ছেমতো দলে খেলোয়াড় আনা, বাদ দেওয়ারও অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এরপর তিনি বাংলাদেশ ছেড়ে চলে যান নিজ দেশ শ্রীলঙ্কায়। সেখানেও নিজের ইচ্ছেমতো খেলোয়াড় নির্বাচন করেছেন হাথুরু। দেশের বাইরে একের পর এক ম্যাচ হারায় শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে ক্ষমতা খর্ব করা হয় হাথুরুসিংহের।

শ্রীলঙ্কা জাতীয় দলের কোচের সঙ্গে নির্বাচক কমিটিতেও রাখা হয়েছিল হাথুরুকে। যেমনটা তিনি ছিলেন বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে সাফল্য পেলেও নিজ দেশ শ্রীলঙ্কার হয়ে তেমন কোনো সাফল্য নেই হাথুরুর। যার ফলশ্রুতিতে দল নির্বাচনের দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয় এই কোচকে। দল নির্বাচনে আর সরাসরি হস্তক্ষেপ করার সুযোগ পাচ্ছেন না তিনি। কার্যকর ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া গঠনে ব্যর্থ হাথুরুর কোচ হওয়ার প্রধান শর্তই ছিল নির্বাচক হিসেবে স্বাধীনতা দেওয়া। তবে, সেই ক্ষমতা কেড়ে নেওয়ার পরও তিনি দলের কোচ হিসেবে থেকে যান।

বিজ্ঞাপন

প্রোটিয়াদের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ৮ উইকেটে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে ১১৩ রানে, তৃতীয় ম্যাচে ৭১ রানে আর চতুর্থ ম্যাচে ৬ উইকেটে হেরেছে হাথুরুর শিষ্যরা। ওয়ানডে সিরিজ শেষে লঙ্কানরা তিন ম্যাচ টি-টোয়েন্টি খেলতে নামবে। আগামী ১৯, ২২ ও ২৪ মার্চ দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার টি-টোয়েন্টিগুলো অনুষ্ঠিত হবে। হাথুরুর অধীনে ৪৯ ম্যাচের মাত্র ১৬টিতে জিতেছে লঙ্কানরা।

সারাবাংলা/এমআরপি

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন