বিজ্ঞাপন

‘অবনমন’ হওয়া ক্লাবের বিপক্ষেও হার বাংলাদেশের

March 21, 2018 | 9:25 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: বিকেএসপি ও কাতার ক্যাম্প শেষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে থাইল্যান্ডে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ক্যাম্পে নব্য যোগ দেয়া আবাহনী খেলোয়াড়দের নিয়ে সাজানো দল নিয়ে প্রথম ম্যাচে হারের স্বাদ নিয়েছে অ্যান্ড্রু ওর্ডের শিষ্যরা। শেষ মুহূর্তের গোলে লিগ ওয়ানের ক্লাব রাচাবুরি এএফসির বিপক্ষে হেরে থাইল্যান্ড প্রস্তুতি শুরু করেছে লাল-সবুজ জার্সিধারীরা।

ম্যাচটি বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় মিতর ফল স্টেডিয়ামে ক্লাবটির নিজস্ব ভেন্যুতে হেরেছে নবজাগরণ হওয়া বাংলাদেশের। রাচাবুরি ক্লাবটি থাইল্যান্ডের লিগ ওয়ানের অবনমন হওয়ার শঙ্কায় ঝুলছে। প্রথম ছয় ম্যাচে দুই জয়ে টেবিলের রেলিগেশন জোনে অবস্থান করছে।

বিজ্ঞাপন

তাদের বিপক্ষে হেরে গিয়েছে মামুনুল-জামাল ভূঁইয়ারা। রানা, মামুন মিয়া, তপু বর্মন, বাদশা ওয়ালি ফয়সাল, জামাল ভূঁইয়া, মামুন, আব্দুল্লাহ, সাদ, জীবন ও ফয়সালকে একাদশে রেখে মাঠে নামায় কোচ অ্যান্ড্রু ওর্ড। পুরো ম্যাচে সমতায় থেকে ৮৯ মিনিটে হেরেছে বাংলাদেশ। রাচাবুরিকে এগিয়ে দেয় সমপং সোয়েলেব। ১-০ গোলের ব্যবধানে হারে লাল-সবুজ জার্সিধারীরা।

যদিও খেলোয়াড়দের বাছাই-যাচাইকরণ প্রক্রিয়া বলে এ দুটি ম্যাচের আয়োজন। চলতি মাসের ২৭ তারিখ লাওসের বিপক্ষে বহুল প্রতিক্ষীত আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচকে ঘিরে সব আয়োজন। এর আগে ২৩ মার্চ ব্যাংকক গ্লাস এফসির বিপক্ষে খেলবে জাতীয় দল। একদিন পর লাওসের উদ্দেশে রওনা দিবে।

সারাবাংলা/ জেএইচ/ এমএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন