বিজ্ঞাপন

অ্যাটর্নির শুনানি দেখে কান্না পায় বিএনপির আইনজীবীদের : খোকন

May 24, 2018 | 7:31 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের শুনানি দেখে বিএনপির আইনজীবীদের কান্না আসে বলে আদালতকে বলেছেন, খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বৃহস্পতিবার (২৪ মে) খালেদা জিয়ার এক মামলার জামিন শুনানিকালে অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের মাঝখানে আদালতকে এসব কথা বলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

আদালতকে তিনি বলেন, ‘মাই লর্ড- ওয়ান ইলেভেনের সরকার এবং তৎকালিন অ্যাটর্নি জেনারেল কার‌্যালয় রাজনৈতিক নেতাদের মামলার বিষয়ে যে আচরণ করেছিল আজকে অ্যাটর্নি জেনারেলও একই আচরণ করছেন। এসব দেখে আমাদের কাঁদতে ইচ্ছা করে। ওনি (অ্যাটর্নি) যা করছেন তা ওয়ান ইলেভেনের সময়ও এমনটি হয়নি।’

বিজ্ঞাপন

এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘আদালতে আইনের নজির স্থাপন করা আমার দায়িত্ব। ওনারা (বিএনপির আইনজীবীরা) আমাকে শুধু শুধু ডিস্টার্ব করছেন।’ এরপর অ্যাটর্নি জেনারেল তার বক্তব্য উপস্থাপন শেষ করেন।

পরে আদালত এ আবেদনসহ তিনটি আবেদনের শুনানি ও আদেশের জন্য রোববার দিন ঠিক করে দেন।

এর আগে সকালেও এ মামলার শুনানিতে অ্যাটর্নি সময়ক্ষেপণ করছেন এমন অভিযোগ করেন বিএনপির আরেক সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘তারা বিষয়টি বুঝতে চাচ্ছেন না। তারা আইনী ব্যাপারটা না দেখে শুধু খালেদা জিয়ার জামিনের ব্যাপারটা নিয়েই মাথা ঘামাচ্ছেন।’

‘মূলত এখানে একটি আইনি প্রশ্ন আছে। তা হলো নিম্ন আদালতে একটি জামিনের দরখাস্ত পেন্ডিং থাকা অবস্থায় হাইকোর্টে মুভ করা যাবে কি-না। এটি একটা বড় প্রশ্ন। ভবিষ্যতে সব মামলার ক্ষেত্রেই এটি নজির হয়ে দাঁড়াবে।’

তিনি বলেন, ‘আইনগত প্রশ্নে আমি যদি আদালতকে সঠিকভাবে সহযোগীতা না করি। তাহলে এর পরে সবাই হাইকোর্টে চলে আসবে। আইনের দৃষ্টিতে গরিব ধনী সকলেই সমান।’

তিনি বলেন, ‘এরপর যদি একজন ফাঁসির আসামি বা হত্যা মামলার আসামি কিংবা একজন ইয়াবা ব্যবসায়ী হাইকোর্টে চলে আসে নিম্ন আদালতে জামিন না চেয়ে তাহলে তাকে কীভাবে ঠেকাবেন। মূলত নিম্ন আদালতে একটি মামলা পেন্ডিং থাকা অবস্থায় হাইকোর্টে একই বিষয়ে আদেশ দেওয়া ঠিক হবে কিনা এটাই হলো বিবেচ্য বিষয়। এ কারণে আমি বিভিন্ন দেশের উদাহরণ দিয়েছি।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার একটি মামলার জামিনের শুনানি শেষ হয়। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন।

এ সময় খালেদা জিয়ার অন্যান্য আইনজীবীদের মধ্যে এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল, মাসুদ রানা আদালতে উপস্থিত ছিলেন।

আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাকে সহযোগীতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দাস, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ, এ কে এম দাউদুর রহমান মিনা।

সারাবাংলা/এজেডকে/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন