বিজ্ঞাপন

রাজধানীর দুই হাসপাতালকে ১২ লাখ টাকা জরিমানা

August 16, 2018 | 8:58 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: রাজধানীর পান্থপথে অবস্থিত দুইটি হাসপাতালকে ১২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকালে র‌্যাব-২ ও ঔষধ প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ জরিমানা করেন।

এদের মধ্যে বিআরবি হাসপাতালকে (সাবেক গ্যাস্ট্রো লিভার হাসপাতাল) ২ লাখ ও স্পাইনাল অর্থোপেডিক হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্য হাসপাতাল থেকে পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট নিজেদের প্যাডে সরবরাহ এবং অনুমোদনবিহীন ফার্মেসি পরিচালনা ও অপারেশন থিয়াটারে মেয়াদত্তীর্ণ সরঞ্জাম রাখার দায়ে এ দুই হাসপাতালকে জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘বিভিন্ন হাসপাতাল থেকে রিপোর্ট করে নিজেদের প্যাডে দেওয়া, ব্লাড কালচারে সমস্যা ও অনুমোদবিহীন ফার্মেসি পরিচালনার অভিযোগে বিআরবি হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অপারেশন থিয়েটারে একাধিক মেয়াদত্তীর্ণ ওষুধ পাওয়ায় স্পাইনাল অর্থোপেডিক হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

সারাবাংলা/এসএইচ/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন