বিজ্ঞাপন

কোভাসিচও ছাড়তে চাইছে রিয়াল

July 23, 2018 | 4:11 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগরেব ঘুরে ইতালির ক্লাব ইন্টার মিলান, এরপর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে থিতু হতে চেয়েছিলেন ক্রোয়েট তারকা মাতেও কোভাসিচ। ২০১৫ সালে রিয়ালে নাম লেখানো এই মিডফিল্ডার এবার স্প্যানিশ ক্লাবটি ছেড়ে দিতে ইচ্ছুক। নিজের ইচ্ছের কথা জানিয়েছেন নতুন কোচ জুলেন লোপেতেগুইকে।

ক্রোয়েশিয়ার এই তারকা গত তিন আসরে নিয়মিত হতে পারেননি রিয়ালের মূল একাদশে। ২৪ বছর বয়সী কোভাসিচ রিয়ালে খেলেছেন ১০৯ ম্যাচ। তার জায়গায় রিয়ালের জার্সিতে খেলেন জার্মানির টনি ক্রুস, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ, ব্রাজিলের ক্যাসেমিরো, স্পেনের মার্কোস লরেন্তে, মার্কো অ্যাসেনসিও, ইসকো, দানি কাবালোস। ফলে, নিজের ভবিষ্যত ভেবেই হয়তো সরে দাঁড়াতে ইচ্ছুক কোভাসিচ।

কোভাসিচের দিকে নজর দিয়েছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার অধীনে গত মৌসুমে ইংলিশ লিগ জিতেছে সিটিজেনরা। তবে, আপাতত ইতিহাদ স্টেডিয়ামের দলটি কোভাসিচের ব্যাপারে আগ বাড়াচ্ছে না।

বিজ্ঞাপন

ক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে ৪৬ ম্যাচ খেলা কোভাসিচের ব্যাপারে এখনও কিছু জানায়নি রিয়াল। দলের কোচ লোপেতেগুই তার সঙ্গে আলোচনায় বসেছিলেন। ২৯ মিলিয়ন ইউরো ট্রান্সফারে রিয়ালের ক্লাব কর্তৃপক্ষ ২০১৫ সালে ছয় বছরের চুক্তি করেছিল। তাকে ধরে রাখতে নবায়নকৃত চুক্তিতে ৫০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি রিয়াল।

এরই মধ্যে রিয়াল ছেড়ে চলে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতি মৌসুমে গড়ে প্রায় ৫০টির মতো গোল করা এই পর্তুগিজ তারকার বিদায়ে কিছুটা হলেও ব্যাকফুটে রিয়াল। ওয়েলস তারকা গ্যারেথ বেলকে নিয়েও বাতাসে গুঞ্জন, দল ছেড়ে যেতে পারেন তিনি। আক্রমণভাগের আরেক তারকা করিম বেনজেমাকে নিয়েও রিয়ালে চলছে অস্বস্তি।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন