বিজ্ঞাপন

নজর কাড়বে যে ছবিগুলো

January 2, 2018 | 3:26 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক

বিজ্ঞাপন

২০১৮ বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কেমন হবে? সবাই ভালোই আশা করছেন। মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো দিচ্ছে তেমনই ইঙ্গিত। অন্তত ২০১৭ সালের চেয়ে ভালো সিনেমা আছে বি-টাউনের গুদামে, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা।

এরইমধ্যে ধারণা পাওয়া গেছে কিছু। এ বছরেই নতুন অবতারে আসবেন ভাইজান। ‘রেস থ্রি’ ছবিতে ক্যারিয়ারে প্রথমবার খল চরিত্রে বড় পর্দায় আসবেন সালমান খান। বলিউড বাদশা শাহরুখ খান এরই মধ্যে দিয়েছেন প্রচন্ড ধাক্কা। ‘জিরো’-তে বামন হয়ে হাজির হবেন তিনি। আর তার বিপরীতে বলিউডের দুই লম্বা নায়িকা ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ‘থাগস অব হিন্দুস্তান’ মুক্তি পাবে চলতি বছরেই। এছাড়াও অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’ ছবিটি তৈরি করে ফেলেছে নতুন আবেদন।

বলিউডি চলচ্চিত্র বছর শুরু হচ্ছে সাইফ আলী খানকে দিয়ে। তার ‘কালাকান্দি’ ছবিটি মুক্তি পাচ্ছে জানুয়ারিতে।

বিজ্ঞাপন

গত বছরে তৈরি হওয়া বিতর্ক-আলোচনাগুলোর অনেক কিছুই কাঁধে নিতে হবে নতুন বছরকে। যেমন, সব আলোচনা-সমালোচনা, হুমকি-আন্দোলন বেষ্টিত ‘পদ্মাবত’ (আগের পদ্মাবতি) মুক্তি পেতে পারে ফেব্রুয়ারিতে।

আনুশকা শর্মার ‘পরি’ এবং রানী মুখার্জির ‘হিচকি’ও মুক্তি পাবে দ্বিতীয় মাসেই।

বলিউডে সিনেমা মুক্তির ধামাকা আরো বাড়বে মার্চ মাসে। কারণ এ মাসে মুক্তি পাবে সঞ্জয় দত্তের বায়োপিক। বলিউডের ‘সাঞ্জু বাবা’ সঞ্জয়ের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর।

বিজ্ঞাপন

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’খ্যাত অভিনেতা বরুন ধাওয়ানের জন্য নতুন এক বছর ২০১৮। অ্যাকশন, নাচ-গান, রোমান্স করতে অভ্যস্ত এই নায়ককে দেখা যাবে একেবারেই ভিন্ন ঢংয়ে। বাঙালি পরিচালক সুজিত সরকার পরিচালিত ‘অক্টোবর’ ছবিটি মুক্তি পাবে এপ্রিল থেকে জুনের মধ্যেই। এই সময়ের মধ্যে কারিনা কাপুর, সোনম কাপুরকেও দেখা যাবে বড় পর্দায়। ঐশ্বরিয়া রাই বচ্চনের ‘ফেনি খান’ মুক্তি পাবে জুন মাসে। কঙ্কনা রনৌতের ‘মানিকারনিকা’ হতে পারে বছরের মাঝামাঝি সময়ের ঝড়।

বলিউডে বছরের শেষ মাস বরাবরই চমকপ্রদ। নানা রকম অপ্রত্যাশিত ঘটনা ঘটে বছরের শেষ মাসে। ২০১৮ এর শেষ মাসটা হয়তো থাকবে আলোচনায়। কারণ এ মাসে বিশাল ভার্দাজ আসবেন ওসামা ও আল-কায়দার গল্প নিয়ে। ‘থাগস অব হিন্দুস্তান’ নিয়ে আসবেন আমির খান।

সুপারক্ষমতা নিয়ে বলিউডের নভেম্বরে মাতাবে হৃত্বিক রোশান, তার ‘সুপার ৩০’ নিয়ে।

সারাবংলা/পিএ/কেবিএন

বিজ্ঞাপন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন