বিজ্ঞাপন

অস্ত্রোপচার দরকার হচ্ছে না তামিমের

September 29, 2018 | 3:49 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

লন্ডনে গিয়ে সুসংবাদই পেলেন তামিম ইকবাল। এশিয়া কাপে পাওয়া হাতের চোটের জন্য ডাক্তার দেখাতে পরশু লন্ডন উড়ে গিয়েছিলেন তামিম। সেখানে শল্যবিদ ডেভিড ওয়ারউইককে দেখানোর পর তিনি বলেছেন, অস্ত্রোপচার দরকার হবে না তার। সবকিছু ঠিক থাকলে আট সপ্তাহ বিশ্রামে থাকার পর ব্যাট করার সুযোগ পেতে পারেন তামিম।

কব্জির সংযোগস্থলে ব্যথা পেয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচেই ছিটকে গিয়েছিলেন তামিম। এরপর দেশে ফিরতে হয়েছে তাকে, দর্শক হয়েই দেখতে হয়েছে মাশরাফিদের ফাইনালে ওঠা। শুরুতে মনে হচ্ছিল, অস্ত্রোপচার করাতে হতে পারে। তামিমের হাতের এক্সরে পাঠানো হয়েছিল ডা. ওয়ারউইক ও অস্ট্রেলিয়ার শল্যবিদ ডেভিড হয়ের কাছে। দুজনেই অস্ত্রোপচার না করানোর পক্ষেই মত দিয়েছিলেন।

সেটা নিশ্চিত করতে তামিম উড়ে গেছেন লন্ডনে। ওয়ারউইক সেখানে তাকে বলেছেন, এক মাস হাত এভাবেই রাখতে হবে। ছয় সপ্তাহ পর অনুশীলন শুরু করতে পারবেন, আর আট সপ্তাহ পরেই ব্যাট করতে পারবেন। যার মানে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই তামিম হয়তো ফিরবেন আবার ক্রিকেটে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন