বিজ্ঞাপন

চাকরির আশা নয়, নিজের পায়ে দাঁড়াতে হবে: প্রধানমন্ত্রী

November 1, 2018 | 5:54 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: যুব সমাজকে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কে চাকরি দিল, কে দিল না এটা না ভেবে যুবকদের চিন্তা করতে হবে নিজের পায়ে দাঁড়ানোর। যাতে তারা উদ্যোক্তা হয়ে অন্তত একটা মানুষকে চাকরি দিতে পারে, সবার মধ্যে এ মানসিকতা থাকতে হবে।’

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ‍যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণকালে তিনি এ সব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু চাকরির পেছনে ছুটে বেড়ানো নয়। নিজেদের মেধা ও মনন কাজে লাগিয়ে অন্যদের কাজের সুযোগ তৈরি করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা যুবকদের কর্মসংস্থানের জন্য ঋণের ব্যবস্থা করে দিয়েছি। তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এখন যুবকরা সামান্য প্রশিক্ষণ নিয়েই ঘরে বসে বিদেশ থেকে লাখ লাখ টাকা উপার্জন করতে পারছে।’

‘আমরা বিশ্বাস করি যুবকরা শক্তি। যুবকরা পারে, তাদের মেধা-মননই পারে দেশকে এগিয়ে নিতে’ বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আজকে ডিজিটাল বাংলাদেশ। আমরা গোটা বাংলাদেশকে নেটওয়ার্কের আওতায় এনেছি।আমরা পল্লী সঞ্চয় ব্যাংক করেছি, প্রবাসী কল্যাণ ব্যাংক করেছি। চার শতাংশ সুদে মসলা উৎপাদন করলে কিংবা কৃষিকাজ করলে ঋণের ব্যবস্থা আমরা করে দিয়েছি।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, ‘আমরা উন্নয়নমূলক নানা পদক্ষেপ নিয়েছি। আমরা আশা করি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আমার গড়ে তুলতে পারব।’

সারাবাংলা/একে

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন