বিজ্ঞাপন

জামিন নামঞ্জুর, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন কারাগারে

November 26, 2018 | 7:25 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

চাঁদপুর : দুই মামলায় জামিন নামঞ্জুর করে বিএনপির নেতা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৬ নভেম্বর) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সৈয়দ কায়সার মোশারফ ইউসুফ দুটি মামলার শুনানি শেষে জামিন নামঞ্জুর করে মিলনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এছাড়া চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সরওয়ার আলম এর আদালত মিলনের বিরুদ্ধে দায়ের করা ১৪টি মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আদালত শুনানি শেষে এসব মামলার আদেশ পরবর্তীতে দেয়া হবে বলে জানান।

বিজ্ঞাপন

এসব মামলার মধ্যে রয়েছে ২০১০ সালের মান্নান হত্যা মামলা, চুরি, ছিনতাইসহ ১৪টি মামলা।

দীর্ঘদিন দেশের বাইরে থাকা সাবেক মন্ত্রী মিলন সম্প্রতি দেশে ফিরলে গত শুক্রবার তাকে চট্টগ্রামের চট্টেশ্বরী এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন