বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ায় ঝড় ও আকস্মিক বন্যায় ৩ জনের মৃত্যু

November 29, 2018 | 10:55 am

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার সিডনিতে ভয়াবহ ঝড়-বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, শত বছরে একবারই এমন ঝড়-বৃষ্টির দেখা মেলে। তবে শুক্রবারে ( ৩০ নভেম্বর) পরিস্থিতি স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে। খবর ডেইলি মেইল-এর।

অস্ট্রেলিয়া, সিডনি, ঝড় ও আকস্মিক বন্যা

দেশটির আবহাওয়া দপ্তর জানায়, বুধবার (২৮ নভেম্বর) থেকে লাগামহীন বৃষ্টিপাত সিডনিতে নজিরবিহীন। গত তিনবছরে এটিই ছিলো সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড এবং নভেম্বর মাসে হওয়া গত ৪৪ বছরে সবচাইতে বেশি বৃষ্টি।

বিজ্ঞাপন

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সিডনির জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। রাস্তাঘাট ডুবে গেছে, ট্রেন গন্তব্যে যাচ্ছে দেরি করে। বাতিল হয়েছে এক শ’র ও বেশি বিমানের ফ্লাইট। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় আট হাজার মানুষ।

অস্ট্রেলিয়া, সিডনি, ঝড় ও আকস্মিক বন্যা

নর্থ সিডনিতে ঝড়ে কবলে পড়ে গাড়ি দুর্ঘটনায় চৌদ্দ বছরের এক কিশোরের মৃত্যু হয় বলে জানায় কর্তৃপক্ষ। পৃথক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও একজনের। এছাড়া, দেশটির ইমারজেন্সি সার্ভিসের একজন স্বেচ্ছাসেবক দায়িত্ব-পালনরত অবস্থায় মারা গেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন