বিজ্ঞাপন

বান্দরবা‌নে ১১ জনের মধ্যে চারজনের মনোনয়ন বাতিল

December 2, 2018 | 10:34 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

বান্দরবান: বান্দরবা‌নে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী নয়জনের মধ্যে চারজনেরই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া স্থগিত রাখা হয়েছে দুইজনের মনোনয়ন পত্র।

ফলে এখন পর্যন্ত তিনজন প্রার্থী বৈধ হিসেবে গণ্য হয়েছেন। এরা হলেন-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণাল‌য়ের বর্তমান প্রতিমন্ত্রী বীর বাহাদুর, বি‌এন‌পির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সা‌চিংপ্রু জেরী ও ইসলামী আন্দোলনের শওকতুল ইসলাম।

রোববার (২ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত চলে মনোনয়নপত্র যাচাই-বাছাই। পরে বিকেলেই বৈধ তিন প্রার্থীর নাম ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

বিজ্ঞাপন

মনোনয়নপত্র বা‌তিল হওয়া প্রার্থীরা হলেন-ম‌হিলা দ‌লের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম সুলতানা লীনা, স্বতন্ত্র প্রার্থী ডনাইপ্রু নেলী, নাথান বম, জেলা আওয়ামী লী‌গের যুগ্ন সাধারন সম্পাদক লক্ষীপদ দাশ, বিএন‌পির প্রার্থী মা ম্যা চিং ও ইসলামী ঐক্যজোটের মো. বাবুল হো‌সেন।

‌এদের মধ্যে কেন্দ্রীয় ভা‌বে ম‌নোনয়ন দেয়া ফর‌মের স্বাক্ষর স‌ন্দেহজনক হওয়ায় মা ম্যা চিং ও  ভোটা‌রের স্বাক্ষর নিয়ে অভিযোগ থাকায় মো. বাবুল হো‌সেন এর ম‌নোনয়ণ বা‌তিল করা হয়।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন