বিজ্ঞাপন

হাথুরুর অধীনে টানা সাত সিরিজে হারলো শ্রীলঙ্কা

January 8, 2019 | 4:02 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

২০১৭ সালের শেষ দিকে চন্দিকা হাথুরুসিংহে বাংলাদেশের কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে থেকে যাওয়ার অনুরোধ করলেও শোনেননি, ২০১৮ সালের জানুয়ারিতে চলে যান। নিজ দেশ শ্রীলঙ্কার দায়িত্ব নেন। লঙ্কানদের নিয়ে তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল টাইগারদের বিপক্ষেই।

নিজের প্রথম অ্যাসাইনমেন্টে বাংলাদেশে এসেছিলেন হাথুরু। গত বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ে-বাংলাদেশ-শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজটি লঙ্কানরাই জিতেছিল। এরপর শুধুই আক্ষেপের পালা। হাথুরুর অধীনে তিন ফরম্যাটে টানা সাতটি সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। মাঝে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি না জিতলে আক্ষেপটা আরও বাড়তো।

হাথুরুর অধীনে টানা সাত সিরিজে হারের মধ্যে রয়েছে দুটি টেস্ট সিরিজ, চারটি ওয়ানডে সিরিজ (এশিয়া কাপ সহ) এবং একটি টি-টোয়েন্টি সিরিজ। এর মধ্যে নিজেদের মাটিতে আয়োজিত নিদাহাস ট্রফিতেও হেরেছিল লঙ্কানরা। যেখানে বাংলাদেশের কাছেও হারতে হয়েছিল হাথুরুর শিষ্যদের। ফাইনালে শেষ বলে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

বিজ্ঞাপন

গত বছর সোবার্স-থিসেরা ট্রফিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-১ এ ড্র করেছিল লঙ্কানরা। এরপর দক্ষিণ আফ্রিকাকে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০তে হারিয়েছিল। সেটাই শেষ। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় লঙ্কানরা। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হারে ১-০ ব্যবধানে।

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশে এসে ত্রিদেশীয় সিরিজ জেতার পর থেকে আর কোনো সিরিজে জয়ের দেখা পায়নি হাথুরুর শ্রীলঙ্কা। হেরেছে টানা চারটি সিরিজে। এরমধ্যে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল ৩-২ ব্যবধানে, এশিয়া কাপের আসরে উঠতে পারেনি ফাইনালে। ফাইনালে খেলেছিল বাংলাদেশ-ভারত। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে হাথুরুর শিষ্যরা হেরেছিল ৩-১ ব্যবধানে। আর সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয় শ্রীলঙ্কা।

টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র ম্যাচের সিরিজেও হেরেছিল লঙ্কানরা। ফলে, হাথুরুর অধীনে টানা সাতটি সিরিজে হারের মুখ দেখেছে শ্রীলঙ্কা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন