বিজ্ঞাপন

স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে ধবলধোলাই শ্রীলঙ্কা

February 4, 2019 | 12:52 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ইনিংস ও ৪০ রানের বিশাল ব্যবধানে হারে শ্রীলঙ্কা। এবার দ্বিতীয় টেস্টেও লঙ্কানদের ৩৬৬ রানের বড় ব্যবধানে হারিয়ে ধবলধোলাই করলো অজিরা।

ক্যানবেরার মানুকা ওভালে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে সবকটি উইকেট হাতে ছিল লঙ্কানদের। চতুর্থ দিনে (সোমবার) ব্যাটিংয়ে নামার আগে ৪৯৯ রানে পিছিয়ে ছিল তারা। তাতে জয় পেতে রেকর্ড গড়ে জিততে হতো লঙ্কানদের।

তবে আগের দিনে কোনো উইকেট না হারিয়ে ১৭ রান তুললেও, চতুর্থ দিনে ব্যাট করতে নেমে স্টার্কের বোলিং তোপে ১৪৯ রানেই গুটিয়ে যায় হাথুরুসিংয়ের দল।

বিজ্ঞাপন

চতুর্থ দিনে ব্যাট করতে নেমে থিরিমানে ৩০, ডিকভেলা ২৭, কুশল মেন্ডিস ৪২ ও ও চামিকা করুনারত্নে ২২ রান করলেও, আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। তাতেই ১৪৯ রানে সবকটি উইকেট হারিয়ে ৩৬৬ রানের বড় হার নিয়ে মাঠ ছাড়ে লঙ্কানরা।

প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিংয়ে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও পাঁচটি উইকেট নেন স্টার্ক। দশ উইকেট তুলে ম্যাচসেরার পুরস্কার আসে তার হাতে। এছাড়াও সিরিজ সেরার পুরস্কার পান প্যাট কামিন্স।

বিজ্ঞাপন

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫৩৪ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২১৫ রানের গুটিয়ে যায় লঙ্কানরা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৯৬ রান তুলেই ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।

জবাবে বড় টার্গেটের লক্ষ্যে খেলতে নেমে ১৪৯ রান তুললেই সবকটি উইকেট হারায় শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া :

বিজ্ঞাপন

প্রথম ইনিংস : ৫৩৪/৫ ডিক্লে
দ্বিতীয় ইনিংস : ১৯৬/৩ ডিক্লে

শ্রীলংকা :

প্রথম ইনিংস : ২১৫/৯
দ্বিতীয় ইনিংস : ১৪৯

অস্ট্রেলিয়া ৩৬৬ রানে জয়ী

আরো পড়ুন : আরেকটি পরাজয়ের পথে হাথুরুর শিষ্যরা?

সারাবাংলা/এসএন

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
৩০ স্কুলছাত্রের সঙ্গে বিকৃত যৌনাচার, শিক্ষক গ্রেফতার‘রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিলে অসহায়ত্ব প্রকাশ পায়’ঋণ দেওয়ার নামে প্রতারণার ফাঁদ: হাতিয়ে নিল ২৫ লাখ টাকাকেমিক্যাল ব্যবসার আড়ালে মদের কারবার, গ্রেফতার ৩অতিরিক্ত ১দিন থাকাই কাল হলো জিহাদের, দুর্ঘটনায় গেল প্রাণচট্টগ্রাম নগর আ. লীগের সম্মেলনের রোডম্যাপ দিলেন হানিফ২ গ্রেনেড: একটি ভেসে এল ড্রেনে, আরেকটি মিলল বাগানেপাওয়ার গ্রিড কোম্পানির ২৫০৫ কোটি টাকার প্রিফারেন্স শেয়ার অনুমোদনইউপি চেয়ারম্যানের জামিন হয়নি, জেলে গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশঘূর্ণিঝড় ‘রিমেল’: খুলনায় প্রস্তুত ৬০৪টি আশ্রয়কেন্দ্র সব খবর...
বিজ্ঞাপন