বিজ্ঞাপন

মাতৃমৃত্যুর হার কমাতে ব্লাড ব্যাংক স্থাপন করা হবে

January 21, 2018 | 5:53 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মাতৃমৃত্যুর হার আরও কমিয়ে আনতে জেলা পর্যায়ে- পরবর্তীতের উপজেলা পর্যায়ে মাতৃসদনগুলোতে ব্লাড ব্যাংক স্থাপন করা হবে।

রোববার জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য এনামুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এনামুর রহমান বলেন, মাতৃমৃত্যুর বড় কারণ রক্ত সংকট। অতিরিক্ত রক্তপাত হওয়া এবং পর্যাপ্ত রক্ত না পাওয়ায় মায়ের মৃত্যু হয়। এই সংকট সমাধানে মাতৃসদনগুলোতে ব্লাড ব্যাংক স্থাপন করার পরিকল্পনা সরকারের আছে কি না- প্রশ্ন করেন তিনি।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের বড় অন্তরায় অর্থ। অর্থ সংস্থান পাওয়া গেলে আমাদের পরিকল্পনা রয়েছে প্রথমে জেলা পর্যায়ে- পরবর্তীতের উপজেলা পর্যায়ে মাতৃসদনগুলোতে ব্লাড ব্যাংক স্থাপন করা হবে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রশংসা করেন। এদিন বিকেল সাড়ে ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন