বিজ্ঞাপন

মোংলায় আশ্রয়কেন্দ্রে ২০ হাজার মানুষ

May 4, 2019 | 5:59 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

মোংলা: ঘূর্ণিঝড় ফণীর কবল থেকে রক্ষা পেতে মোংলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অন্তত ২০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। শুক্রবার (৩ মে) বিকাল থেকে আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। তবে বার বার জানানো সত্ত্বেও অনেকে আশ্রয়কেন্দ্রে আসেননি বলে জানায় প্রশাসন।

বিজ্ঞাপন

মোংলা উপজেলার প্রকল্প কর্মকর্তা মো. নাহিদুজ্জামান বলেন, প্রায ২০ হাজার লোক বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আছে। তাদের জন্য খাবারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

মোংলা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যাান মো. ইকবাল হোসেন জানান ,আওয়ামী লীগের নেতা কর্মীরা ইতোমধ্যে মাঠে নেমে কাজ শুরু করেছে। যেখানেই জনসাধারণের সমস্যা হবে সেখানেই এগিয়ে যাবে এসব দলীয় কর্মীরা।

অপরদিকে বন-পরিবেশ ও জলবাযু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, যারা এখনও ঘরে অবস্থান করছে তাদের কে আশ্রয়কেন্দ্র আনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকার ও প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় সর্তকতার সঙ্গে কাজ করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন