বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে দুই রিচার্ডসনের অদলবদল

May 8, 2019 | 1:57 pm

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের দল থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান পেসার ঝাই রিচার্ডসন। ২২ বছর বয়সী এই পেসারকে নিয়েই বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছিল। ইনজুরি থাকার পরও রিচার্ডসন বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু সেই ইনজুরি থেকে পুরোপুরি মুক্তি না পাওয়ায় বিশ্বকাপের দর্শক হয়ে থাকতে হচ্ছে ১২ ওয়ানডে খেলার এই পেসারকে।

বিজ্ঞাপন

পাকিস্তানের বিপক্ষে গত মার্চে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাউন্ডারি সীমানায় ক্যাচ নিতে গিয়ে কাঁধে চোট পান রিচার্ডসন। এরপর সিরিজের বাকি ম্যাচগুলো আর খেলতে পারেননি। পুনর্বাসন প্রক্রিয়ায় তাকে রাখা হয়েছিল। সবশেষ কাঁধের আরেকটি পরীক্ষার রিপোর্টে রিচার্ডসনের পুরোপুরি ফিটনেস না থাকার ফল আসে।

এ অবস্থায় ক্রিকেট অস্ট্রেলিয়া রিচার্ডসনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না। তাই বিশ্বকাপের ১৫ সদস্যের দল থেকে তাকে ছিটকে পড়তে হচ্ছে। এরই মধ্যে ঝাই রিচার্ডসনের বদলি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে আরেক ডানহাতি পেসারের। ২৮ বছর বয়সী কেন রিচার্ডসন জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে। জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন ২০টি ওয়ানডে ম্যাচ।

১২ ওয়ানডে খেলে ঝাই রিচার্ডসনের দখলে ২৪ উইকেট। আর ২০ ওয়ানডে খেলা কেন রিচার্ডসনের দখলে আছে ২৯ উইকেট।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন