বিজ্ঞাপন

এবার হজে কোনো ভোগান্তি হবে না: ধর্ম প্রতিমন্ত্রী

May 15, 2019 | 2:16 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: এবার হজে কোনো ভোগান্তি হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শেখ আব্দুল্লাহ। মঙ্গলবার (১৪ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলানায়তনে পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন রিপোর্টার্স ফোরামের (পিআইআরএফ) ইফতার মাহফিলে তিনি এ আশ্বাস দেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘আমি নিজে মন্ত্রী হওয়ার আগে হজে গিয়েছি। দেখেছি হাজিদের কষ্ট। তখনই মনে মনে ভেবেছি কখনো যদি হাজিদের খেদমত করার সুযোগ পাই তাহলে সর্বোচ্চ চেষ্টা করবো। আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন।’

দায়িত্ব পাওয়ার পর ছয়টি দাবি নিয়ে সৌদি আরব গিয়েছি জানিয়ে মন্ত্রী বলেন, ‘এর মধ্যে চারটি দাবি সৌদি সরকার মেনে নিয়েছে। এর মধ্যে অন্যতম ছিল জেদ্দা বিমান বন্দরে হাজিদের যে ইমিগ্রেশন হয়, এবার তা বাংলাদেশে হবে। এটা অনেক বড় সাফল্য।’

ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সাংবাদিকরা সমাজ সংস্কারে অনেক বড় ভূমিকা রাখেন। তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমি দায়িত্ব গ্রহণের পর বিশ্ব ইজতেমা হবে কি হবে না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। সবার সঙ্গে আলাপ আলোচনা করে সেই সমস্যা সমাধান হয়েছে। এতে সাংবাদিকরা আমাকে সহযোগিতা করেছেন।’

বিজ্ঞাপন

পিআইআরএফ’র সভাপতি আছাদুজ্জামানের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপু সারোয়ার।

পিআইআরএফ’র সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/এমও

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন