বিজ্ঞাপন

আকরাম, দুর্জয়, নান্নুর উপস্থিতিতে বিএসজেএ’র জাঁকজমকপূর্ণ ইফতার

May 19, 2019 | 8:13 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

তিন জনই বাংলাদেশ ক্রিকেটের প্রথমের তিন অধিনায়ক। ১৯৯৭ সালে আকরাম খানের নেতৃত্বে প্রথম আইসিসি ট্রফি ঘরে তুলেছিল লাল সবুজের দল। ২০০০ সালে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে টিম বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন নাইমুর রহমান দুর্জয়। আর ২০০৭ বিশ্বকাপে হাবিবুল বাশার সুমনের অধীনে প্রথমবারের মতো টাইগাররা উঠেছিল বিশ্বকাপের সুপার এইটে।

বিজ্ঞাপন

তাদের উপস্থিতিতেই জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছিল বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ইফতার আয়োজন।

আয়োজনটি করা হয়েছিল রোববার (১৯ মে) বাংলাদেশ হ্যান্ডবল স্টেডিয়ামে।

সেখানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি রায়হান আল মুগনি, সহ-সভাপতি আরিফুর রহমান বাবু, তারেক মাহমুদ, রাকিবুল হাসান ও যুগ্ম সম্পাদক সাঈদ মোহাম্মদ পীতুসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং দেশ বরেণ্য ক্রীড়া সাংবাদিকরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন