বিজ্ঞাপন

ঈদযাত্রায় রেলের শিডিউল বিপর্যয়, দেরি বেশি উত্তরবঙ্গের ট্রেনে

May 31, 2019 | 9:20 am

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রেলের ঈদযাত্রার প্রথম দিনেই শুরু হয়েছে ট্রেনের শিডিউল বিপর্যয়। বিশেষ করে উত্তরবঙ্গের ট্রেনের এই শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ মে) রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেন সকাল ৬ টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবার কথা থাকলেও ট্রেনটি সোয়া ৮টায় স্টেশন ছাড়ে। উত্তরবঙ্গের আরেকটি ট্রেন রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়ার নির্ধারিত সময় থাকলেও ট্রেনটি দুপুর ১ টার পরে ছেড়ে যাবে। আরেক ট্রেন লালমনি এক্সপ্রেস প্রায় ৭ ঘণ্টা দেরি করবে বলে স্টেশন সূত্র জানিয়েছে।

শুক্রবার (৩১ মে) কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে ৩৭টি আন্তঃনগর ট্রেন। এরমধ্যে উত্তরবঙ্গের ট্রেনের সিডিউল বিপর্যয় বেশি দেখা যাচ্ছে।

সব ট্রেন মিলিয়ে দিনে ৩০ হাজার টিকিট মোবাইলে অনলাইন ও কাউন্টারে বিক্রি হয়েছে।

বিজ্ঞাপন

দিনের শুরুতে ট্রেনে ভিড় না থাকলেও দিন শেষে সন্ধ্যার ট্রেনগুলোতে ব্যাপক ভিড় হতে পারে বলে মনে করছে রেলস্টেশন কর্তৃপক্ষ।

এই ভিড় ৩ জুন পর্যন্ত থাকবে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।

ট্রেনের দেরির কারণ হিসেবে স্টেশন কর্তৃপক্ষ বলছে ট্রেনগুলো দেরি করে আসার কারণে কমলাপুর স্টেশন থেকে ছাড়তেও দেরি করছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএ/জেএএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন