বিজ্ঞাপন

ওয়াসিমের চোখে ধোনিই ভারতের তুরুপের তাস

June 1, 2019 | 10:34 am

বিশ্বকাপ ডেস্ক

ইংল্যান্ড বিশ্বকাপে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের যাত্রা শুরু হবে ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে বিশ্বকাপ জয়ে ফেভারিট ভারতকে নিয়ে বিশ্লেষণ থেমে নেই। ভারতের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামও।

বিজ্ঞাপন

ধারাভাষ্যকার হিসেবে ইংল্যান্ড বিশ্বকাপে যোগ দিয়েছেন সাবেক বিশ্বকাপ জয়ী পেসার ওয়াসিম আকরাম। আর বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে ফিরে গেলেন ১৯৯২ সালের বিশ্বকাপ প্রসঙ্গে।

ওয়াসিম ১৯৯২ সালের বিশ্বকাপের সাথে মিলিয়েছেন এবারের ইংল্যান্ড বিশ্বকাপকে। তিনি বলেন, ‘আমার ১৯৯২ সালের বিশ্বকাপের কথা মনে পড়ে যাচ্ছে। যদিও সেবার বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়েছিল আর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। সেবারও এই বিশ্বকাপের মতো লিগ ভিত্তিক খেলা হয়েছিল।’

এবারের বিশ্বকাপটি আগের অন্যসব বিশ্বকাপ থেকে ভিন্ন এবং কঠিন হবে বলছেন ক্রিকেট বিশ্লেষকরা। আর সেই সুরে সুর মেলালেন এই পাকিস্তানিও। ওয়াসিম এ সম্পর্কে বলেন, ‘এবারের বিশ্বকাপটি অন্যরকম বিশ্বকাপ হতে যাচ্ছে। এই বিশ্বকাপে যে দল চ্যাম্পিয়ন হবে তাদের শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই হতে হবে অনেক শক্তিশালী। এবারের বিশ্বকাপে নিজেদের ফিট রেখে যারা লড়াই করতে পারবে তাদের জেতার সম্ভবনা থাকবে বেশি।’

বিজ্ঞাপন

এবারের বিশ্বকাপে যারা সব থেকে ধারাবাহিক পারফরম্যান্স করতে পারবে জয়ের পাল্লাটা তাদের দিকেই ঝুঁকে থাকবে। আর এ সম্পর্কে এই কিংবদন্তি বলেন, ‘শুরুতে সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়ে পরে সেই তীব্রতা হারিয়ে ফেললে এই বিশ্বকাপে ভাল করা সম্ভব নয়। প্রথম থেকেই ভাল করতে হবে তবে তা ধারাবাহিক ভাবে ধরেও রাখতে হবে পুরো বিশ্বকাপ জুড়ে। ঠান্ডা মাথায় ধীরস্থির ভাবে যে দল এগোতে পারবে তাদের জয়ের সম্ভবনা ততটা বেড়ে যাবে। আর এই দিকটাতেই এগিয়ে থাকবে ইংল্যান্ড এবং ভারত। নিজেদের ঘরের মাঠ আর অসাধারণ ফর্মের কারণে তারা এগিয়ে থাকবে। আর ভারত এগিয়ে কারণ তাদের মহেন্দ্র সিংহ ধোনির মতো একজন ক্রিকেটার আছে।’

ওয়াসিমের মতে ধোনিই ভারতের ‘এক্স ফ্যাক্টর’ হিসেবে দলে আছেন। আর বিশ্বকাপের আগে ধোনিও আছেন দারুণ ফর্মে। দলের প্রয়োজনের মুহূর্তে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ধোনি এবারের বিশ্বকাপেও ভারতের হয়ে রাখবেন গুরুত্বপুর্ণ ভূমিকা। এমনটাই ধারণা ওয়াসিমের।

তবে, অস্ট্রেলিয়াকেও তিনি বাদ রাখছেন না ফেভারিটের তালিকা থেকে। বিশ্বকাপে অস্ট্রেলিয়া সব সময় দারুণ খেলে। আর ওদের মানসিকতা অন্যদের তুলনায় অনেক বেশি শক্ত। তাই তো বিশ্বকাপে সব সময় ফেভারিট হিসেবেই শুরু করে অজিরা।

বিজ্ঞাপন

পাকিস্তান সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান এই মুহূর্তে রীতিমতো ধুঁকছে। শেষ দশ ম্যাচের প্রত্যেকটি ম্যাচেই হেরেছে ওরা। এক সময় পাকিস্তানের গর্ব ছিল পেস বোলিং, যারা জিতিয়েছে একের পর এক ম্যাচ, আর সেই পেস বোলিংটাও এখন ধুঁকছে। পাকিস্তানকে সব থেকে বেশি সমস্যায় ফেলবে ইনিংসের মধ্যেভাগের ওভারগুলোতে উইকেট তুলতে না পারা।’

তিনি আরও যোগ করেন, ‘২০১৬ সালের দিকে পাকিস্তানের পেসাররা প্রায় ৩৫ শতাংশ বল ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে করত। আর তা ২০১৯ সালে নেমে এসেছে মাত্র ১০ শতাংশে। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে পাকিস্তানের পেসাররা কতটা গতি হারিয়েছে। ইংল্যান্ডে ব্যাটিং সহায়ক পিচ হলে, আর আমির-ওয়াহাবরা দ্রুত উন্নতি করতে না পারলে পাকিস্তান অনেক বেশি ভুগবে।’

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সকল ম্যাচ অনলাইনে কোনো প্রকার সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপসেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপসটি এন্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিঙ্কে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ ) এই লিঙ্কে ক্লিক করে।

 

বিজ্ঞাপন

** সাবেকদের পরমার্শ নিয়েই বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

সারাবাংলা/এসএস

Tags: , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন