বিজ্ঞাপন

ঈদে ৭ দিন বন্ধ হিলি স্থলবন্দর

June 2, 2019 | 5:11 pm

লোকাল করেসপন্ডেন্ট

হিলি (দিনাজপুর): ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিন হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিনই বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক থাকবে। অন্যদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার কার্যক্রমও স্বাভাবিক থাকবে।

বিজ্ঞাপন

আজ রোববার (২ জুন) সকাল থেকে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়। আগামী রোববার (৯ জুন) ফের এই বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি গ্রুপের সভাপতি মোস্তাফিজুর রহমান জানান, ঈদুল ফিতর উপলক্ষে ২ জুন থেকে ৮ জুন পর্যন্ত টানা সাত দিন বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বন্দরের আমদানি-রফতানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা। সেই সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট, হিলি কাস্টমস, বন্দরসহ সংশ্লিষ্ট সবাইকে চিঠি দিয়ে জানানো হয়েছে। আগামী ৯ জুন থেকে বন্দর দিয়ে আবারও আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বন্দরের কার্যক্রম সাত দিন বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন