বিজ্ঞাপন

আকাশে মেঘ, এখনো দেখা দেয়নি ঈদের চাঁদ

June 4, 2019 | 8:14 pm

ঢাকাসারাদেশের কোথাও এখনো হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির কাছে দেশের ৬৪ জেলা থেকে চাঁদ দেখার খবর আসেনি। অন্যদিকে, আবহাওয়া অধিদফতরও জানিয়েছে, মেঘের কারণে সারাদেশে বিভিন্ন জেলায় তাদের পর্যবেক্ষণ কেন্দ্র থেকেও চাঁদ দেখার কোনো খবর আসেনি। বাংলাদেশের আকাশে আজ মঙ্গলবার চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার (৫ জুন) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ জুন) ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহসহ চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত হন বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে। তবে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত তাদের কাছে ৬৪ জেলা থেকে চাঁদ দেখার খবর আসেনি।

এদিকে, চাঁদ দেখার তথ্য জানতে যোগাযোগ করলে আবহাওয়া অধিদফতরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুল মান্নান সারাবাংলাকে বলেন, ‘আকাশে লোক ক্লাউড (ভূপৃষ্ঠের কাছাকাছি মেঘ) রয়েছে। সারাদেশে আমাদের পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর কোনোটি থেকেই চাঁদ দেখার খবর মেলেনি এখন পর্যন্ত।’

বিজ্ঞাপন

এদিকে, দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বরে জাতীয় চাঁদ দেখা কমিটির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া, সংশ্লিষ্ট জেলার নাগরিকরা জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে এ তথ্য জানাতে পারবেন।

এর আগে, সোমবার (৩ জুন) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। সাধারণত সৌদি আরবে যেদিন চাঁদ দেখা যায়, বাংলাদেশে এর পরদিনই দেখা যায় চাঁদ। সেই হিসাবে মঙ্গলবার সৌদি আরবে মঙ্গলবার ঈদ পালিত হওয়ায় বুধবার ঈদ উদযাপনের প্রস্তুতি রয়েছে দেশবাসীর।

হিজরি বর্ষপঞ্জির রমজান মাসজুড়ে সিয়াম সাধনা পালন করে গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়। রমজান মাসের শেষে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে মুসলিমরা ঈদুল ফিতর পালন করেন। ধর্মীয় শিক্ষা অনুযায়ী, এই ঈদুল ফিতর মুসলিমদের জন্য একমাস রোজা রাখার পর উপহার হিসেবে আসে। ধনী-দরিদ্র, শ্রেণিপেশা নির্বিশেষে সব মানুষের জন্য আনন্দের বার্তা বয়ে আনে তিন দিনের উৎসব এই ঈদুল ফিতর।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন