বিজ্ঞাপন

জাপানে পুনর্বাসন কেন্দ্রে আগুন: নিহত ১১

February 1, 2018 | 12:38 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

বুধবার রাতে জাপানে একটি পুনর্বাসন কেন্দ্রে আগুন লেগে ১১ জন নিহত হয়েছে। গরিব মানুষদের জন্য এই পুনর্বাসন কেন্দ্রটিতে থাকার ব্যবস্থা ছিল

জাপানের সম্প্রচার মাধ্যম এনএইচকেতে দেখা যায়, পুনর্বাসনকেন্দ্রের বাড়িটিতে জ্বলছে।

বাড়িটিতে ১৬ জন মানুষ বাস করতেন তাদের মধ্যে ৫ জনকে দমকল কর্মীরা নিরাপদে বের করে আনেন। বাকি ১১ জন আগুনে মারা গিয়েছেন।
জাপানের উত্তরের শহর সাপ্পোরোর এই তিনতলা বাড়িতে মূলত দরিদ্র-প্রবীণ মানুষরা বাস করতেন।

বিজ্ঞাপন

এনএইচকের সেই রিপোর্টে বলা হয়, বাড়িটি একটি সংস্থা চালাতো যারা গরিব অসহায় মানুষদের কম খরচে জীবন ধারণ করা এবং কাজ খোঁজার বিষয়ে সহযোগিতা করত।

দমকল কর্তৃপক্ষ এই আগুনের কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। এর আগেও ২০১০ সালে সাপ্পোরোতেই একটি প্রবীণবাসে আগুন লাগার ঘটনায় ৭ জন নিহত হন।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন