বিজ্ঞাপন

টানা জয়ে অপ্রতিরোধ্য কিংস, হারের বৃত্তেই বিজেএমসি

July 7, 2019 | 8:25 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে শহীদ ভুলু স্টেডিয়ামে বসুন্ধরা কিংস হোঁচট খেয়েছিল টিম বিজেএমসির কাছে। সেবার বেহাল মাঠকে ড্রয়ের কারণ হিসেবে দেখিয়েছিলেন কিংসের কর্মকর্তারা। এবার ঘরের মাঠ নীলফামারিতে ঝিরি ঝিরি বৃষ্টিতে হোঁচট খায়নি অস্কার ব্রুজনের শিষ্যরা। ঠিকই জয় তুলে লিগে নিজেদের ১৮তম ম্যাচটা জিতে নিয়েছে।

বিজ্ঞাপন

মজার বিষয় হলো লিগের পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে থাকা এই দলটার বিপক্ষে একমাত্র ড্র করেছে কিংস। বাকি সব ম্যাচই জয় নিয়ে মাঠ ছেড়েছে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরে প্রথমবার খেলতে আসা দলটি।

দলবদলে সবচেয়ে চমক দেখানো দলটি একের পর এক জয় উপহার দিয়েছে। যোগ্যতার প্রমাণ দিয়ে গেছে মতিন-সুফিল-জনিরা। আজকেও সেটার প্রমাণ মিললো একবার।

বৃষ্টিতে কর্দমাক্ত মাঠেই গড়ালো ম্যাচ। শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার (৭ জুলাই) লিগে নিজেদের ১৮তম ম্যাচটি খেলে ফেলেছে কিংস ও বিজেএমসি। ২-০ ব্যবধানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে ব্রুজনের শিষ্যরা। লিগে কিংসের ১৭তম জয় এটি।

বিজ্ঞাপন

ঝিরি ঝিরি বৃষ্টিতে মাঠের সবুজ ঘাসে যখন কাদারা ছোটাছুটি করছিল, ফুটবলাররাও সেই বৃষ্টিতেই খেলা চালিয়েছে ভালোভাবেই। এমন বৃষ্টিতেও আক্রমণের পর আক্রমণ করে গেছে কিংস। ২৬ মিনিটেই কলিনদ্রেসের কর্নার থেকে হেড দিয়ে বল জালে জড়িয়েছেন নুরুল আহমেদ ফয়সাল। কিংসের হয়ে ক্যারিয়ারের প্রথম গোল করলেন এই ডিফেন্ডার।

প্রথমার্ধে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধেও আক্রমণের পসরা সাজিয়ে গেছে কিংস শিবির। ৮১ মিনিটে লিগের সম্ভাব্য সেরা গোলটি এসেছে মার্কোস ভিনিসিয়াস জুনিয়রের পা থেকে। সবুজের পাস থেকে বল নিয়ে একাই চার ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ২-০ ব্যবধানে মাঠ ছাড়ে দু’দল।

এ জয়ে ১৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ৮ পয়েন্ট নিয়ে সবার নিচে টিম বিজেএমসি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ/এমআরপি

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন