বিজ্ঞাপন

লিভারপুলে নতুন গোলরক্ষক আদ্রিয়ান

August 6, 2019 | 3:11 am

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ গোলরক্ষক আদ্রিয়ানকে দলে টেনেছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সিমোন মিগনোলেটের জায়গায় আদ্রিয়ানকে দলে নিয়েছে। ৩২ বছর বয়সী আদ্রিয়ানের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে অ্যানফিল্ডের ক্লাবটি।

বিজ্ঞাপন

লিভারপুলে ছয় বছর কাটানো বেলজিয়ান গোলরক্ষক সিমোন মিগনোলেট কদিন আগে ৮০ লাখ পাউন্ডে লিভারপুল ছেড়ে নিজ দেশের ক্লাব ব্রুজে যোগ দেন। বেলজিয়ান ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন মিগনোলেট।

২০১৩ সালে রিয়াল বেতিস ছেড়ে ওয়েস্টহ্যামে নাম লেখান আদ্রিয়ান। সেখানে ছয় মৌসুম খেলার পর এবার নাম লেখালেন লিভারপুলে। ছয় মৌসুমে ওয়েস্টহ্যামে আদ্রিয়ান ১৫০ ম্যাচে গোলবারের নিচে দায়িত্ব পালন করেন। ক্লাব ক্যারিয়ারে সব মিলিয়ে ২৮৭ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এই স্প্যানিশ গোলরক্ষকের। তবে, গত মৌসুমে ওয়েস্টহ্যামের জার্সিতে মাত্র ৫টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন।

লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসনের পর দ্বিতীয় গোলরক্ষক হিসেবে রাখা হলো আদ্রিয়ানকে। তার সঙ্গে লিভারপুলে চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন