বিজ্ঞাপন

বাগদাদির অন্তর্বাস চুরি করে নিশ্চিত করা হয় তার অবস্থান

October 29, 2019 | 4:34 pm

আন্তর্জাতিক ডেস্ক

ইসলামিক স্টেটের নিহত শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদির অবস্থান জানতে তার এক জোড়া অন্তর্বাস চুরি করা হয়। তারপর অন্তর্বাসের ডিএনএ নমুনা পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় তার পরিচয়।

বিজ্ঞাপন

সোমবার (২৮ অক্টোবর) গার্ডিয়ানের খবরে এতথ্য জানানো হয়।

২৬ অক্টোবর ইদলিবে মার্কিন সেনার অভিযানের মুখে আত্মহত্যা করেন বাগদাদি। সিরিয়ায় বাগদাদির অবস্থান সম্পর্কে জানতে তার পিছনে দেওয়া লেলিয়ে দেওয়া হয়েছিল ছদ্মবেশী গোয়েন্দা। এ বিষয়ে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস-এসডিএফ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-কে।

বেনামি ওই গোয়েন্দা বাগদাদির পরিচিতদের সঙ্গে মিশে যান এবং বাগদাদির অন্তর্বাস চুরি করতে সক্ষম হন। সেই অন্তর্বাসের ডিএনএ পরীক্ষা করা হয় ল্যাবে। নিশ্চিত হওয়া যায় বাগদাদির পরিচয়। এরপরই মার্কিন সেনারা বাগদাদির অবস্থান লক্ষ্য করে অভিযান চালালে নিরুপায় বাগদাদি বোমার বিস্ফোরণে আত্মঘাতী  হন।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট বাগদাদি নিহতের ঘটনায় কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ ফোর্সের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে জানিয়েছে। এদিকে এসডিএফ টুইটারে নিশ্চিত করে, আমাদের সূত্র বাগদাদির অন্তর্বাস পেতে সক্ষম হয়। সেটির ডিএনএ নমুনা পরীক্ষা করে বাগদাদির অবস্থান সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া যায়।

আরও পড়ুন:- বাগদাদির লাশ সাগরে, আইএসের নতুন প্রধান কারদাশ

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন