বিজ্ঞাপন

বক্তব্য প্রত্যাহারে রাঙ্গাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

November 11, 2019 | 10:51 pm

ঢাবি করেসপন্ডেন্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শহীদ নূর হোসেনকে নিয়ে কটূক্তির অপরাধে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার শাস্তির দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাঙ্গার বক্তব্য প্রত্যাহারেরও দাবি জানিয়েছে তারা।

বিজ্ঞাপন

সোমবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তারা এই দাবি জানান।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তিন দফা দাবি জানানো হয়। সেগুলো হলো- মশিউর রহমান রাঙ্গার সংসদ সদস্য পদ অভিশংসনের মাধ্যমে শূন্য ঘোষণা করা, জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে দ্রুত অপসারণ করে শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা এবং মশিউর রহমান রাঙ্গাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শহীদ নূর হোসেনকে নিয়ে কটূক্তির অপরাধে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তা না হলে মুক্তিযুদ্ধ মঞ্চ মশিউর রহমান রাঙ্গাকে যেখানে পাবে সেখানে প্রতিহত করবে। সরকারের কাছে আমাদের দাবি সংবিধান পরিপন্থী, গণতন্ত্রবিরোধী বক্তব্য দেওয়া ও শপথ ভাঙার অপরাধে অভিশংসনের মাধ্যমে মশিউর রহমান রাঙ্গার সংসদ সদস্য পদ শূন্য করে আইনের আওতায় এনে বিচার করতে হবে।’

বিজ্ঞাপন

শেখ হাসিনাকে গণমাধ্যমে প্রকাশ্যে স্বৈরাচার বলে রাঙ্গা চরম মিথ্যাচার করেছে উল্লেখ করে আল মামুন বলেন, ‘স্বৈরাচার এরশাদের দোসর মশিউর রহমান রাঙ্গা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে জীবন উৎসর্গ করা শহীদ নূর হোসেনকে ইয়াবাখোর, ফেনসিডিলখোর বলে নিজেদের অবৈধ সামরিক জান্তার চরিত্রকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। স্বৈরাচার এরশাদ এই হত্যাকাণ্ডের জন্য শহীদ নূর হোসেনের পরিবারের কাছে ক্ষমাও চেয়েছিলেন। মশিউর রহমান রাঙ্গা সেটা ভুলে গিয়ে নতুন বিতর্ক তৈরি করে স্বাধীনতাবিরোধীদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন ‘

এছাড়া বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের কাছে আমাদের দাবি দ্রুত রাঙ্গাকে দল থেকে বহিষ্কার করতে হব। মুক্তিযুদ্ধ মঞ্চ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। অন্যথায় মুক্তিযুদ্ধ মঞ্চ ২৪ ঘণ্টা পর যেকোনো সময় জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করবে। জাতীয় পার্টিকে শহীদ নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বাংলাদেশে রাজনীতি করতে হবে।’

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, উত্তর শাখার সভাপতি আহমেদ হাসনাইন ও সাধারণ সম্পাদক সোহেল মিয়াসহ অন্যান্য নেতারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/এমআই

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন