বিজ্ঞাপন

জয়ের জন্য যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের প্রয়োজন ১৭৫ রান

December 24, 2019 | 3:15 pm

স্পোর্টস ডেস্ক

বিপিএলের চট্টগ্রাম পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনকে ১৭৫ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে সিলেট থান্ডার। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ ১৭৪ রান।

বিজ্ঞাপন

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট থান্ডার। ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে সিলেট। ইনিংসের প্রথম বলেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ওপেনার আন্দ্রে ফ্লেচারকে শূন্য রানে সাজঘরে পাঠান মেহেদী হাসান।

এরপর আব্দুল মাজিদকে নিয়ে জনাথন চার্লস চড়াও হন ঢাকার বোলারদের ওপর। মূলত রানের তুবড়ি ছুটান চার্লসই। মাজিদ শুধু তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছিলেন। দলীয় ৫১ রানে মাজিদ সাজঘরে ফিরলেও উইকেট আগলে বসে থাকেন চার্লস। তুলে নেন নিজের অর্ধশতক।

বিজ্ঞাপন

এরপর ৪৫ বলে ৭৩ রান করে চার্লস থামতে বাধ্য করেন শাদাব খান। সিলেট দলপতি মোসাদ্দেক সৈকতও ফেরেন ২ রান করে।

এরপর মোহাম্মদ মিঠুন এবং রাথারফোর্ড হাল ধরেন সিলেটের। দুইজনের অবিচ্ছেদ্য ৬৫ রানের জুটিতে ভর করে ঢাকার সামনে ১৭৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় সিলেট। মিঠুন অপরাজিত থাকেন ৪৯ রানে এবং রাথারফোর্ড ৩৮ রানে। আর ঢাকার হয়ে ২৬ রানে দুই উইকেট নেন শহীদ আফ্রিদি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন