বিজ্ঞাপন

দুই সিটিতে বিএনপির কাউন্সিলর প্রার্থী যারা

December 31, 2019 | 8:40 am

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে দলটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর রাত ৪ টা ২২ মিনিটে গণমাধ্যমে পাঠানো মেইল বার্তায় এই নামের তালিকা প্রকাশ হয়। বিএনপির নয়াপল্টন কার্যালয়ে থেকে পাঠানো ওই মেইল বার্তায় স্বাক্ষর করেন দলটির দফতরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

সাধারণ কাউন্সিলর: মাসুদ চৌধুরী (খিলগাঁও-২), মো. আবুল হোসেন (খিলগাঁও-৩), মো. গোলাম হোসেন (সবুজবাগ-৪), মনোয়ার হোসেন মানু (সবুজবাগ-৫), শামসুল হুদা (মুগদা-৬), সামসুল হুদা কাজল (মুগদা-৭), আলমগীর হোসেন (মতিঝিল-৮), মো. হারুন অর রশীদ (মতিঝিল- ১০), (শাহজাহানপুর-১১), ফজলে রুবাইয়াত পাপ্পু (শাহজাহানপুর-১২), আব্বাস উদ্দিন সরকার (পল্টন-১৩), আব্দুল আজিজ (হাজারীবাগ-১৪), শফিক উদ্দিন ভূঁইয়া (ধানমন্ডি-১৫), সিরাজুল ইসলাম (কলাবাগান-১৬), মো. আলাউদ্দিন আহমেদ (কলাবাগান-১৭), মো. জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী (নিউমার্কেট-১৮), খাজা হাবিবুল্লাহ হাবিব (শাহবাগ-২১), মো. আনিসুর রহমান শিপলু (হাজারীবাগ-২২), মো. আমিনুল ইসলাম থানা (লালবাগ-২৩), মো. মোশারফ হোসেন খোকন (লালবাগ-২৪), হাজী আলতাফ হোসেন (লালবাগ-২৫), মীর আশরাফ আলী আজম (লালবাগ-২৬), শাহিদা মোরশেদ (চকবাজার-২৭), আনোয়ার পারভেজ বাদল (চকবাজার-২৮), শহিদুল ইসলাম বাবুল (চকবাজার-২৯), হুমায়ুন কবির (চকবাজার-৩০), হাজী এম এ কাইয়ুম (চকবাজার-৩১), মো. তাজ উদ্দিন (বংশাল-৩২), মামুন আহম্মেদ (বংশাল-৩৪), ইয়াকুব সরকার (বংশাল-৩৫), আবু তাহের (কোতোয়ালি-৩৬), মো. ফরহাদ রানা (কোতোয়ালি-৩৭), মেহেরুন নেছা (ওয়ারী-৩৮), সাব্বির আহমেদ আরেফ (ওয়ারী-৩৯), মকবুল ইসলাম খান টিপু (গেন্ডারিয়া-৪০), লিয়াকত আলী (ওয়ারী-৪১), মো. মোসলেমুর রহমান মকলেস (সূত্রাপুর- ৪২), মোস্তাফিজুর রহমান ফয়েজ (সূত্রাপুর- ৪৩), মো. আব্দুস সাহেদ মন্টু (সূত্রাপুর-৪৪), আব্দুল কাদির (গেন্ডারিয়া- ৪৫), মো. ফারুক (গেন্ডারিয়া -৪৬), কাজী মাহাবুব মাওলা হিমেল (শ্যামপুর- ৪৭), মো. আব্দুল কাদের (যাত্রাবাড়ী- ৪৮), বাদল সরদার (যাত্রাবাড়ী- ৪৯), মো. ওয়াহিদুজ্জামান (যাত্রাবাড়ী-৫০), রবিউল ইসলাম দীপু (কদমতলী-৫২), মীর হোসেন মিরু (কদমতলী-৫৩), মো. মোজাম্মেল হোসেন (শ্যামপুর-৫৪), মো. সামির (কামরাঙ্গীরচর-৫৫), মো. নাঈম (কামরাঙ্গীরচর-৫৬), সাইফুল ইসলাম (কামরাঙ্গীরচর-৫৭), সেলিম রেজা (কদমতলী-৫৮), মো. আসলাম মোল্লা (কদমতলী-৫৯), মো. ইউসুফ আলী ভূঁইয়া (কদমতলী-৬০), মো. জুম্মন মিয়া (কদমতলী-৬১), সৈয়দ আহমেদ (যাত্রাবাড়ী-৬২), সোহেল আহমেদ (যাত্রাবাড়ী-৬৩), মো. আহসান উল্লাহ (যাত্রাবাড়ী-৬৪), মো. সানাউল্লাহ মিয়া (যাত্রাবাড়ী-৬৫), মো. আকবর হোসেন ভূঁইয়া (ডেমরা-৬৬), এস এম রেজা চৌধুরী সেলিম (ডেমরা-৬৭), মো. আনিসুজ্জামান (ডেমরা-৬৮), শামীম আহমেদ (ডেমরা-৬৯), মো. এম এ আজিম (ডেমরা-৭০), মো. খোরশেদ আলম (মুগদা-৭১), জিয়াউল হক রতন (মুগদা-৭২), এইচ এম সোহরাওয়ার্দী (সবুজবাগ-৭৩), আব্দুল হান্নান খান (খিলগাঁও-৭৪) ও আকবর হোসেন (খিলগাঁও-৭৫)।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর: হোসনে আরা লিজা (২, ৩, ৪), হোসনে আরা চৌধুরী (৫, ৬, ৭), রুমা আক্তার (৮, ৯, ১০), মাজেদা বেগম (১, ১১, ১২), বিলকিস আক্তার (১৩, ১৯, ২০), রাফিকা আফরোজ (১৬, ১৭, ২১), সাজেদা বেগম (১৪, ১৫, ১৮), ফারিয়া ফারুক মুক্তা (২৪, ২৫, ২৯), শামসুন নাহার ভূঁইয়া (২৭,২৮, ৩০), নাসরীন রশিদ পুতুল (৩১, ৩২, ৩৩), সুরাইয়া বেগম (৩৫, ৩৬, ৩৭), মোসা. রেহানা ইয়াসমিন ডলি (৩৪, ৩৮, ৪১), ফরিদা ইয়াসমিন (৩৯, ৪০, ৪৯), শাহানাজ আক্তার মিতু (৪৮, ৫০, ৫১), মনি বেগম (৪২, ৪৩, ৪৪), হাসিনা বেগম (৪৫, ৪৬, ৪৭), খালেদা আলম (৫২, ৫৩, ৫৪), সেতারা বেগম (৫৫, ৫৬, ৫৭), কাজী রায়দা সুলতানা (৭০, ৭১, ৭২), পলি আক্তার (৬৭, ৬৮, ৬৯), রিনা ইয়াসমিন (৬৪, ৬৫, ৬৬), সালেহা আক্তার (৬১, ৬২, ৬৩) ও চায়না আক্তার (৫৮, ৫৯, ৬০)।

বিজ্ঞাপন

ঢাকা উত্তর সিটি করপোরেশন

সাধারণ কাউন্সিলর: মোস্তাফিজুর রহমান সেগুন (ওয়ার্ড-১), সাজ্জাদ হোসেন (২), হাজী আবু তৈয়ব (৩), মো. সাইফুল ইসলাম (৪), আনোয়ার হোসেন (৫), মাহফুজ হোসেন খান সুমন (৬), মো. দেলোয়ার হোসেন দুলু (৭), ফেরদৌস আহমেদ মিষ্টি (৮), মো. সাইদুল ইসলাম (৯), মো. মাসুদ খান (১০), মো. শামীম পারভেজ (১১), মো. শহীদুর রহমান এনা (১২), আনোয়ার শাহাদাৎ খান রনি (১৩), মো. আক্তার হোসেন জিল্লু (১৪), মো. লিয়াকত আলী (১৫), মো. হাবিবুর রহমান (১৬), মো. শাহীনুল আলম (১৭), শরীফ উদ্দিন (১৮), ফারুক হোসেন ভূঁইয়া (১৯), মো. মিজানুর রহমান বাচ্চু (২০), এ জি এম শামসুল হক (২১), ফয়েজ আহমেদ ফরু (২২), মো. হেলাল কবির (২৩), হুমায়ুন কবির আহম্মেদ (২৪), সাইফুল ইসলাম কাজল (২৫), মো. আজিজুল রহমান মুছাব্বির (২৬), আনোয়ারুজ্জামান আনোয়ার (২৭), এ্যাড. আফতাব উদ্দিন জসিম (২৮), হাজী নাসির উদ্দিন (৩০), মো. সাজেদুল হক খান রনি (৩১), আতিকুল ইসলাম মতিন (৩২), এম এস আহমেদ আলী (৩৩), ওসমান গণি শাহজাহান (৩৪), শেখ আমির হোসেন (৩৫), সাজেদা আলী হোসেন (৩৬), এম এ বাশার (৩৭), মো. জাহাঙ্গীর মোল্লা (৩৮), মো. দেলোয়ার হোসেন (৩৯), নবী হোসেন (৪১), তহিরুল ইসলাম তুহিন (৪২), মো. আক্তার হোসেন (৪৩), মো. আনোয়ার হোসেন আইনাল (৪৪), জাহাঙ্গীর আলম (৪৫), মো. আতিকুর রহমান (৪৬), মো. মোতালেব হোসেন রতন (৪৭), আলী আকবর আলী (৪৮), মো. শাহাবুদ্দিন (৪৯), দেওয়ান মো. নাজিম উদ্দিন (৫০), মো. আফাজ উদ্দিন, মো. আলমাস আলী (৫২) ও মো. মোস্তফা জামান (৫৩)।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর: রাবেয়া আলম (১, ১৭, ১৮), আমেনা খাতুন (৪, ১৫, ১৬), মেহেরুন্নেছা হক (২, ৩, ৫), সৈয়দা মিলি জাকারিয়া (৬, ৭, ৮), নাজমা কবির (৯, ১০, ১১), নাসরিন মিতু (১২, ১৩, ১৪), পেয়ারা মোস্তফা (১৯, ২০, ২১), মোছা. নিলুফার ইয়াসমিন (২২, ২৩, ৩৬), রীনা বাসার (২৪, ২৫, ৩৫), রোকেয়া সুলতানা তামান্না (২৬,২৭, ২৮), খন্দকার ফারহানা (২৯, ৩০, ৩২), এ্যাড. রুনা লায়লা (৩১, ৩৪, ৩৬), আয়েশা আক্তার (৩৮, ৩৯, ৪০), সালেহা ইসলাম (৩৭, ৪১, ৪২), আইরিন সুলতানা লাকি (৪৩, ৪৪, ৪৫), ইলোরা পারভীন (৪৬, ৪৭, ৪৮), লুৎফা খানম চৌধুরী (৪৯, ৫০, ৫১) ও সোহেলী পারভীন শিখা (৫২, ৫৩, ৫৪)।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/একেএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন