বিজ্ঞাপন

চীন থেকে ১৭১ বাংলাদেশিকে ফেরত আনার প্রক্রিয়া চলছে

February 16, 2020 | 4:03 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: চীনের উহানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে ৩১২ জনকে বিমানের একটি বিশেষ ফ্লাইটে এরই মধ্যে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা সবাই ভালো আছেন এবং বাড়ি চলে গেছেন। চীনের হুবেই প্রদেশে থাকা আরও ১৭১ জন বাংলাদেশিকে ফেরত আনার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোববার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান। এমন সময়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘চীনে থাকা বাংলাদেশি নাগরিকদের সবধরনের সহযোগিতা করা হচ্ছে। বেইজিংয়ে অবস্থিত ঢাকা মিশনের কর্মকর্তারা প্রতিনিয়ত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখছেন।’

মন্ত্রী আরও বলেন, ‘হুবেই প্রদেশে থাকা আরও ১৭১ জন বাংলাদেশিকে ফেরত আনার প্রক্রিয়া চলছে। এদের মধ্যে ৩০ জন নিজেদের অর্থে দেশে ফিরতে রাজি আছেন বলে দূতাবাসে নাম নিবন্ধন করেছেন। তবে আমরা সবাইকেই ফিরিয়ে আনব। এ ব্যাপারে কাজ চলছে।’

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফিরিয়ে নিয়ে আসার পুরো বিষয়টি আমাদের হাতে নেই। ভাইরাসটি যেন ছড়াতে না পারে এ জন্য কিছু করণীয় আছে। তাই কবে নাগাদ এই ১৭১ জন ফিরবেন তার দিন-তারিখ এখনই বলা যাচ্ছে না।’

সারাবাংলা/জেআইএল/একে

Tags: , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন