বিজ্ঞাপন

অ্যাতলেটিকোকে অ্যানফিল্ডের ভয়াবহতার হুঁশিয়ারি দিলেন ক্লপ

February 19, 2020 | 2:14 pm

স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়নস লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে রাউন্ড অব-১৬ এর ম্যাচে ১-০ ব্যবধানে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। এর আগে শেষবার গেল বছর সেপ্টেম্বরে চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচে হেরেছিল অল রেডরা। আর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ হারের মুখ দেখেছিল গেল বছরের ডিসেম্বরে। এরপর টানা ১৪ ম্যাচ অপরাজিত ছিল ইয়্যুর্গেন ক্লপের দল।

বিজ্ঞাপন

হারের স্বাদ কেমন সেটাই যেন ভুলে গিয়েছিল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে একছত্র আধিপত্য বিস্তার করে রেখেছে অলরেডরা। আর একই ধারা ধরে রেখেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগেও। তবে এবার সেই দাপট ভেঙে দিল ডিয়েগো সিমিওনের অ্যাতলেটিকো মাদ্রিদ।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের রাউন অব-১৬’র ম্যাচে ওয়ানডা মেট্রোপলিটিয়ানোতে প্রথম লেগে লিভারপুলকে আতিথ্য দেয় অ্যাতলেটিকো মাদ্রিদ। আর শক্তির দিক দিয়ে অল রেডদের থেকে পিছিয়ে থাকলেও মনোবলের দিক দিয়ে ঠিকই শক্ত প্রতিপক্ষ অ্যাতলেটিকো। আর শেষ পর্যন্ত ম্যাচ জিতেই সমর্থকদের আনন্দ এনে দিয়েছেন সিমওনের শিষ্যরা।

বিজ্ঞাপন

তবে ছেড়ে দেওয়ার কথা মানতে নারাজ লিভারপুলও। কারণ? ফিরতি লেগ যে অ্যানফিল্ডে। যেখানে বার্সেলোনার মতো দলকে ৪-০’তে উড়িয়ে দিয়ে নিশ্চিত করেছিল ফাইনাল। আর তাই তো দৃঢ় কন্ঠেই ক্লপ জানান দিলেন, ‘আমি অনেক খুশি মুখ দেখতে পাচ্ছি, কিন্তু তাদের বলে দিতে চাই খেলা এখনো শেষ হয়নি। ফিরতি লেগ অ্যানফিল্ডে, সেখানে দেখাতে চাই আমরা কি করতে পারি।’

অ্যানফিল্ড বিশ্বের সব থেকে কঠিন স্টেডিয়ামগুলোর মধ্যে একটি যেখানে খেলতে প্রতিপক্ষের নিজেদের সাবলীল খেলাটা খেলা বেশ দুষ্কর হয়ে পড়ে। আর তাই তো অল রেড কোচ বললেন, ‘দ্বিতীয় লেগ ভিন্ন স্টেডিয়ামে হবে, সেটা আমাদের স্টেডিয়াম আর অ্যাতলেটিকো তা বুঝতে পারবে। আমরা ওই ম্যাচের দিকেই তাকিয়ে আছি।’

বিজ্ঞাপন

কেবল অ্যাতলেটিকোকে হুঙ্কার দিয়েই ক্ষান্ত হননি ক্লপ সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাতলেটিকোর সমর্থকদেরও। মাদ্রিদের ক্লাবটির সমর্থকদের উদ্দেশ্যে এই জার্মান কোচ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ১১জন ফুটবলার লিভারপুলের শার্ট পরে খেলতে পারবে ততক্ষণ পর্যন্ত আমরা ম্যাচ হারব না। আর অ্যানফিল্ডের ম্যাচের টিকিট যদি অ্যাতলেটিকোর সমর্থকরা পায় তাহলে তাদের স্বাগতম জানাচ্ছি মাঠে এসে খেলা দেখার জন্য।’

রাউন্ড অব-১৬’র ফিরতি লেগে অ্যাতলেটিকোকে অ্যানফিল্ডে আতিথ্য দেবে লিভারপুল। এই ম্যাচটি আয়োজিত হবে আগামি ১২ মার্চ রাত দুইটায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন