বিজ্ঞাপন

১০ টাকার চাল বিক্রি কার্যক্রম সাময়িক স্থগিত

April 13, 2020 | 5:53 pm

সৈকত ভৌমিক, সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি এড়াতে ১০ টাকা কেজি দরে চাল খোলা বাজারে বিক্রির (ওএমএস) বিশেষ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে সরকার।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাজমানারা খানুম বলেন, বাংলাদেশে এখন কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সামাজিক বিচ্ছিন্নতা কর্মসূচি পালনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু দেখা যাচ্ছে, ১০ টাকা কেজি দরে চাল কেনার জন্য অনেক মানুষই ভিড় করছেন। এতে করে কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি বাড়ার সম্ভাবনা থাকে। এই চাল কিনতে দেওয়ার ক্ষেত্রে যেহেতু কোনো বাধ্যবাধকতা নেই, তাই মানুষের সংখ্যাও নিয়ন্ত্রণ করা অনেকটাই কষ্টকর হয়ে পড়ছে। তাই আপাতত কোভিড-১৯ পরিস্থিতির কারণে সাময়িকভাবে এই কার্যক্রম স্থগিত করা হয়েছে।

পরিস্থিতির উন্নতি হলে আবার এই বিশেষ সেবা কার্যক্রম শুরু করা হবে বলেও জানান খাদ্য সচিব।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন